কলকাতার ‘ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র’-এ ‘২৬ তম মেগা রক্তদান উৎসব’ সম্পন্ন করল ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, মানস ভট্টাচার্য, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ অগণিতা বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসু-র জন্মদিনের স্মরণে কলকাতার ‘ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র’-এ ‘২৬ তম মেগা রক্তদান উৎসব’ সম্পন্ন করল ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’।

‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক স্বপন ব্যানার্জি (বাবুন) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রক্তদান উৎসবের পাশাপাশি আজ একই অনুষ্ঠান মঞ্চ থেকে ২০২৪-২৫ সালের সন্তোষ ট্রফি বিজয়ী দলের প্রত্যেক ফুটবল খেলোয়াড় এবং ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বডিবিল্ডার্স’-কেও সম্মানিত করা হয়।

গণেশবন্দনার মাধ্যমে শুরু হয় ‘কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’ সংক্ষেপে ‘কে এস এল এ অনুষ্ঠান।
‘কে এস এল এ’-র পক্ষ থেকে জানানো হয়েছে, “রক্তদান উৎসবের মাধ্যমে কয়েক হাজার নরনারী আজ রক্তদান করবেন।”

More From Author

সিঁথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দির এ তৃতীয় অল বেঙ্গল ওপেন আয়রন লিফটিং বডি বিল্ডিং আর্ম ফাইটিং যোগা ডান্স চ্যাম্পিয়নশিপ -২০২৫

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর পক্ষ থেকে ধনতেরাস ২০২৪ লাকি ড্র এর বিজয়ীদের পুরস্কৃত করা হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *