এপ্রিল মাসে মুক্তি পাবে আসন্ন বাংলা ছায়াছবি ‘রহস্যময় গাড়ি’

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট’-এর পঞ্চম পূর্ণ দৈর্ঘ্যের কাহিনীচিত্র রূপে শুরু হল শিশুদের উপযোগী ভৌতিক চলচ্চিত্র ‘রহস্যময় গাড়ি’-র দৃশ্যগ্রহণ পর্ব। প্রযোজক সংস্থার বক্তব্য অনুযায়ী আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে ‘রহস্যময় গাড়ি’।

এই কাহিনীচিত্রের দুই নির্দেশক ইয়াসমিন ইব্রাহীম ও সর্বজিৎ মণ্ডল একযোগে জানিয়েছেন, “২ ঘণ্টা ১০ মিনিটের এই কাহিনীচিত্রে নবাগত শিশু শিল্পী নীলাদ্রি সর্ববিদ্যা, অরণ্য

প্রধান, পূজা মণ্ডল, স্নেহা ব্যানার্জি, রিমা হালদারের পাশাপাশি দেখা যাবে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অনুভবী ও অভিজ্ঞতা সম্পন্ন দেবাশিস গাঙ্গুলী, বিশ্বজিৎ চক্রবর্তী, তমাল রায়চৌধুরী, সোমা ব্যানার্জি-র মতো অভিনেতা ও অভিনেত্রীদের।”

‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট’-র পক্ষ থেকে জানানো হয়েছে, “ছুটিতে ঠাকুরদার বাড়ি ঘুরতে গিয়ে একটা চারচাকার গাড়ি দেখতে পায় শহরাঞ্চলে বসবাসকারী কয়েকজন শিশু, এই গাড়িকে ঘিরেই এই কাহিনীচিত্রের এগিয়ে চলা।”

More From Author

Chairman, Coal India announces 11th edition of the Asian Mining Congress (Conference – AMC & Exhibition – IME) 2025

“কুম্ভ মেলায়” ভয়াবহ অগ্নিকাণ্ড উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল ভারত সেবাশ্রম সংঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *