পুলিশ কর্তার গল্পে ‘মৃগয়া’ ছবির মহরৎ হলো

Spread the love

পারিজাত মোল্লা –

রবিবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন এক অনুষ্ঠানমঞ্চে এক বাংলা ছবির মহরৎ হলো। অভিরুপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া’ দি হান্ট ছবির মহরৎে উপস্থিত ছিলেন এই ছবির সাথে যুক্ত সিংহভাগ কলাকুশলীরা। দেবাশীষ দত্তের গল্পের উপর ভিক্তিতে এই ছবি তৈরি হচ্ছে। গান গেয়েছেন রুপম ইসলামের মত গায়কেরা।গান লিখেছেন দেবাশীষ দত্ত এবং মুরলীধর শর্মা। এই ছবির গল্পকার দেবাশীষ দত্ত কলকাতা পুলিশের একজন দুঁদে পুলিশ অফিসার। বর্তমানে তিনি মানিকতলা থানার ওসি পদে রয়েছেন। এছাড়া এই সিনেমার আরেক গীতিকার মুরলীধর শর্মা বর্তমানে আইজিপি (ট্রেনিং) হিসাবে রয়েছেন রাজ্য পুলিশে। টান টান উত্তেজনায় রয়েছে ক্রাইম থ্রিলার এই ছবি। এই ছবিতে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্তিক চক্রবর্তী, সৌরভ দাস,প্রিয়াংকা সরকার, সুস্মিতা চ্যাটার্জি প্রমুখ।

More From Author

বিশেষ পূজার আয়োজন করা হলো বাবা ভূতনাথ মন্দির ধামে

NRAI cautions restaurants about the dangers of aggregator payment gateways and deep discounting on Dining

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *