“প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের উৎসব ও রোজগার মেলা” শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতার রোটারি সদনে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

২রা ডিসেম্বর ২০২৪ রোটারি সদনে অনুষ্ঠিত হয়ে গেল “প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের উৎসব ও রোজগার মেলা” শীর্ষক এক অনুষ্ঠান।এই অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে অবদানের জন্য রাজ্য স্তরের পুরস্কারে ভূষিত হলেন শ্রীমতী নূপুর মুখার্জি।২০০১ সাল

থেকে তিনি বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করছেন, থেরাপিউটিক নৃত্য সহ বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে চেষ্টা করছেন এই সমস্ত মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউসিডি এবং এসডব্লিউ ডিপার্টমেন্ট এর প্রিন্সিপাল ও আইএএস অফিসার শ্রীমতী সংঘমিত্রা ঘোষ,বাংলা চলচিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী ,পরিচালক শ্রীমতী সুদেষ্ণা রায় ও আরও অনেক বিশিষ্টজন।

More From Author

ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে জমকালো ফ্যাশন শো

Tata AIA intensifies efforts to spread insurance awareness and penetration in West Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *