প্রেসক্লাব কলকাতায় ‘পুজো এলো’ মিউজিক ভিডিও অ্যালবামের আনুষ্ঠানিক উদ্বোধন হল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ট্যাপশন মিডিয়া মিডিয়া নিবেদিত, কুণাল সাহা ও নীতু সাহা প্রযোজিত বাচ্চাদের মিউজিক ভিডিও অ্যালবাম ‘পুজো এলো’ র উদ্বোধন হলো। ৩০ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে বিধায়ক মদন মিত্র ও এক ঝাঁক কচিকাঁচার উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই অ্যালবামের গান লিখেছেন অভিজিৎ পাল।‌ পরিচালক দেবাঞ্জন চন্দ্র। নৃত্য পরিচালনায় ম্যাক্স।অভিনয় করেছে ক্ষুদে শিশু শিল্পীরা। আজ ২ রা অক্টোবর মহালয়ার দিন থেকে মেট্রো স্টেশনে এই ভিডিও দেখা যাবে।

More From Author

ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট শারদ সেরা শিরোপা শারদ সম্মান ২০২৪ প্রদান করবে

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে- শের ই হিন্দুস্থান ও হিন্দুস্থান শ্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *