কালিঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার জন্ম শতবর্ষ পালন করলো

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিংবদন্তি ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার ১০১ তম জন্ম দিন পালন করলো কালিঘাট স্পোর্টস্ লাভার্স অ্যাসোসিয়েশন। এই উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার, ময়দানের কবাডি মাঠে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেভেন এ সাইড এই ম্যাচে পদ্মশ্রী গোষ্ঠ পাল ফুটবল দল, টাই ব্রেকারে ৩-২ (৩-৩) গোলে পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ষষ্ঠী দুলে।

পদ্মশ্রী শৈলেন মান্না ফুটবল দলের অধিনায়িকা ছিলেন অর্জুন শান্তি মল্লিক। অন্যদিকে পদ্মশ্রী গোষ্ঠ পাল ফুটবল দলের অধিনায়িকা ছিলেন কুন্তলা ঘোষ দস্তিদার। এছাড়া দু’ দলের হয়ে মাঠে নেমেছিলেন রহিম নবি, ষষ্ঠী দুলে, সুভাষ চক্রবর্তী, সূরজ মন্ডল, শ্যাম মন্ডল, প্রদীপ নস্কর, রাকেশ প্রসাদ, ভোলা প্রসাদ প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কালিঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুন ব্যানার্জি।

জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে আকাশে ওড়ানো হয় গেরুয়া, সাদা ও সবুজ রঙের বিশাল ফানুস । সেই সঙ্গে ছিল আতশবাজি প্রদর্শন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি অলিম্পিয়ান গুরবক্স সিং, প্রাক্তন জাতীয় ফুটবলার জহর দাস, অ্যামেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া- ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সাধারণ সম্পাদক পার্থ সারথি গাঙ্গুলী, শৈলেন মান্নার কন্যা নীলাঞ্জনা মান্না প্রমুখ।

More From Author

Exploring the Versatile World of Kitchen Knives

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ পালন করল “পুলিশ দিবস”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *