মোহিত মিত্র মঞ্চে সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের জন্মদিনে প্রকাশিত হলো প্রথম কাব্যগ্রন্থ “না পদ্যমালা” এবং শিল্পী সুরঞ্জনা চৌধুরীর সিঙ্গল আধুনিক গান” প্রতিটি দিন প্রতিটি রাত “

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বাংলা সঙ্গীতের জগতে এই মুহূর্তে কিংবদন্তী সঙ্গীত পরিচালক হলেন ক্যালকাটা কয়ার এর কর্ণধার এবং সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট। দীর্ঘ ৫৫ বছরের বেশি সময় ধরে তিনি সঙ্গীত সাধনায় যুক্ত আছেন। পাশাপাশি বহু বছর ধরে তিনি নানা কবিতা লিখেছেন ডায়রির পাতায়। তারমধ্যে ৫২ টি কবিতা নিয়ে আজ ২২ এ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার শিল্পী কল্যাণ সেন বরাট এর ৭৪ তম জন্মদিনের দিনে উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে বই প্রকাশন থেকে প্রকাশিত হলো শিল্পী কল্যাণ সেন বরাট এর প্রথম কাব্য গ্রন্থ “না পদ্যমালা” এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, সুব্রত নাথ মুখোপাধ্যায়

,
তরুণ সিংহ, কৌশিক সেনগুপ্ত, রামচন্দ্র পাল, সুমন্ত সেনগুপ্ত, অনিমেষ চৌধুরী, তাপস রায়, নিবেদিতা নাগ তহবিলদার, শুভ দাশগুপ্ত , সঙ্গীত শিল্পী সুজয় ভৌমিক, জনপ্রিয় নৃত্য শিল্পী কোহিনুর সেন বরাট , কবির সেন বরাট ও বই প্রকাশনের কর্ণধার সৌগত চট্টোপাধ্যায়। পাশাপাশি কে এস বি এস্থেটিক্স থেকে প্রকাশিত হলো তরুণ সিনহার কথায় ও কল্যাণ সেন বরাট এর সুরে শিল্পী সুরঞ্জনা ঘোষের একটি আধুনিক গান ” প্রতিটি দিন প্রতিটি রাত “। এই গানটি ইউ টিউবে লঞ্চ হলো। উল্লেখ্য বিষয় হলো এই কে এস বি এসথেটিক্স কোম্পানির কর্ণধার হলেন কল্যাণ সেন বরাট। কে এস বি র পুরো নাম কল্যাণ সেন বরাট। আজ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ৭০ জন সঙ্গীত শিল্পী।
এই সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ছিলো ঐকতান গানের স্কুল। এই গানের স্কুল টি ২০০০ সালে প্রতিষ্ঠা করেন কল্যাণ সেন বরাট। সব মিলিয়ে এক
সাংস্কৃতিক পরিমন্ডলে জমে উঠেছিলো ঐকতানের এই অনুষ্ঠান।

More From Author

ICICI Lombard Introduces ‘Elevate An Industry First, Revolutionary Health Insurance Product

Dabur Joins Hands with BSF to Promote Herb Cultivation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *