সাংবাদিক সম্মেলন হয়ে গেল “হাউজএট সিক্স” এর

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পশ্চিমবঙ্গের কর্মরত শিল্পী, তাঁদের পরিবার ও সন্তানসন্ততিদের ক্রীড়া নৈপুণ্যকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্যে আগামী ৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের বুকে আয়োজিত হতে চলেছে পঞ্চম পর্বের ‘হাউজএট সিক্স’ নামাঙ্কিত মিশ্র লিঙ্গ-র এক ক্রিকেট প্রতিযোগিতা।

‘হাউজএট সিক্স’ পরিচালনা পরিষদ-এর অধ্যক্ষ দীপ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হাউজএট সিক্স ক্রীড়া শৃঙ্খলার খেলাগুলো হবে ছয় ওভারের। ১৮ বছর ও তদুর্দ্ধের মোট ৬ টা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতি দলের হয়ে মাঠে নামবেন ৮ জন করে খেলোয়াড়।”

‘হাউজএট সিক্স’-এর পঞ্চম পর্ব-র লোগো উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী সহ মার্গ সঙ্গীতের অন্যতমা শিল্পী রাখী দত্ত দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

More From Author

আলোকচিত্র প্রদর্শনী আয়োজনে “গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি”

Dabur names Sara Ali Khan as the new face of brand Réal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *