ঢাকুরিয়া শহীদ নগর দুর্গোৎসবের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

খুঁটিপুজো (পূজা প্যান্ডেলের বাঁশ আহ্বানের আচার) ঢাকুরিয়া শহীদনগর দুর্গোৎসবের স্থানীয় লোকজন এবং কর্মকর্তাদের দ্বারা মর্যাদা ও উত্সাহের সাথে পালিত হয়েছে।
“জীবনের প্রবাহ” (“জীবন স্রোত”) হল ঢাকুরিয়া শহীদনগর দুর্গোৎসব ২০২৪ এ ৭৫ তম বর্ষের পুজোর থিম।
পূজা আয়োজক কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি- সঞ্জয় চক্রবর্তী। চেয়ারম্যান- রবীন চক্রবর্তী। যুগ্ম সচিব- জয়বন্ধু মুখার্জি ও নরেন দাস।
স্থানীয় কাউন্সিলর, রাজনীতিবিদ, আমলা, সমাজকর্মী, পূজা আয়োজক এবং স্থানীয় উত্সাহী ব্যক্তিবর্গ সহ বহু গণ্যমান্য ব্যক্তি খুটি পূজায় ভিড় করেছিলেন। অনুষ্ঠানে স্থানীয় প্রতিভাদের সাংস্কৃতিক অনুষ্ঠান (গান ও নৃত্যের কোলাজ) প্রত্যক্ষ করা হয়।

More From Author

Looking to start your smart home journey? Get smart with these tips and avail offers during Amazon’s Prime Day

The Grand Opening of Advanced GroHair & GloSkin Clinic in Sarat Bose Road marks a milestone in meeting consumer demand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *