উত্তর কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিট এর সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব আসন্ন গণেশ পুজো উপলক্ষে খুঁটি পূজা সেরে নিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কোলকাতার ‘সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব’ তাদের চতুর্দশ বর্ষের গণেশ পুজো মণ্ডপের ‘খুঁটিপুজো’ সম্পন্ন করল।

আগামী ৭ সেপ্টেম্বর ৬৭, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এ গণপতি আরাধনার উদ্যোগ নিয়েছে ‘সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব’।

‘খুঁটিপুজো’ উপলক্ষ্যে আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে ক্লাবের তরফ থেকে প্রিয়ঙ্ক পাণ্ডে জানিয়েছেন, “সিদ্ধিদাতা গণেশের কৃপায় সবার সব কাজ সিদ্ধ হোক এই কামনাতেই আমাদের পুজোর আয়োজন।”

প্রিয়ঙ্কর পাশে দাঁড়িয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় রায় বলেছেন, “সর্বজনীন গণেশ পুজোকে কেন্দ্র করে ‘সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব’ অন্যান্য বছরের মতো এই বছরেও গণেশ পুজোর পবিত্র তিথিতে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সমাজের মানুষের হাতে বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।”

More From Author

নিউ টাউনের নভোটেল হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ” ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড – ২০২৪

বৃন্দাবন মাতৃমন্দিরের উদ্যোগে দশম বর্ষের কলারশিপ প্রদান অনুষ্ঠিত হতে চলেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *