জ্ঞান মঞ্চে নৃত্যানুষ্ঠানে দর্শকদের মন কেড়ে নিলেন নৃত্যের মাধ্যমে হাওড়ার মৌরিগ্রাম এর মোহনম্ “পারফর্মিং আর্ট সেন্টার এর ছাত্রীরা”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

মেলবন্ধন ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিবাল অনুষ্ঠিত হলো কলকাতার জ্ঞান মঞ্চে। আয়োজন সংস্থার পক্ষ থেকে ছিলেন বিশিষ্ট নিত্য শিল্পী শ্রী রঞ্জন কুমার দাস ও শ্রীমতি সায়নী দাস। এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হাওড়া মৌরী গ্রামের

মোহনম্ পারফর্মিং আর্ট সেন্টার ছাত্রীরা। গুরু শ্রী স্বরূপ চক্রবর্তীর তত্ত্বাবধানে নৃত্য পরিবেশন করেন
পৌশিকা সরকার, আরোহী পাত্র, ঐশানি ভট্টাচার্য,হিয়া নাথ, আরাধ্যা দত্ত, অদ্রিজা মন্ডল,অর্ণা সেন ঈশিতা কাঁড়ার প্রমুখো।

More From Author

কোলকাতায় অর্কিডস্ দ্য ইন্টারন্যাশানাল স্কুলের ‘গো কসমো’ জ্যোতির্বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে ৭ই জুন থেকে ৯ জুন পর্যন্ত

Khazana and Hungama announce the 7th edition of Khazana Artist Aloud Talent Hunt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *