সম্প্রতি জাপানের টোকিওতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করা হলো মহা সমারহে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি, জাপানের টোকিয়োয় সোগো-কুমিন কমিউনিটি সেন্টারে India (Bengal) Cultural Association Japan (সংক্ষেপে IBCAJ) গত ১ জুন ২০২৪, রবীন্দ্র-নজরুল জয়ন্তীর আয়োজন করেছিল তাদের “আনন্দধারা” নামক অনুষ্ঠানের মাধ্যমে। IBCAJ 2011 সালে ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টোকিয়োতে ভারতীয় দূতাবাসের কন্সুলার শাখার বিশেষ কূটনৈতিক প্রতিনিধি শ্রী ধীরজ মুখিয়া ও ভারতীয় দূতাবাসের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং “রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ইউনেস্কো রেজিস্ট্রেশন সেলিব্রেশন গ্রুপ”-এর অধ্যক্ষা ও Japan-India Women’s Forum (JIWF)-এর কার্যনির্বাহী প্রধান শ্রীমতী তামিকো ওবা।
প্রধান অতিথিবর্গের রবীন্দ্রমনস্কতার প্রাসঙ্গিকতা নিয়ে বিবৃতি ও মঙ্গলদীপ প্রজ্বলন-এর মাধ্যমে সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠানটি শুরু হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় IBCAJ-এর উদ্বোধনী পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির মধ্য দিয়ে, যার সঙ্গে নৃত্যও ছিল । এরপর প্রায় দুই ঘণ্টা ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “বৈচিত্র্যময়ী বসন্ত” – গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে রবীন্দ্র-নজরুল ভাবনায় বসন্তের প্রকাশ যা দর্শকদের অকুণ্ঠ করতালি কুড়িয়েছে। এই বছর IBCAJ- এর শিশুশিল্পীদের রবীন্দ্রনাথের কবিতা আর গান দিয়ে কাব্যনৃত্য আর কিশোর শিল্পীদের নজরুলগীতি দর্শকরা অত্যন্ত উপভোগ করেছেন।
উল্লেখ্য যে, IBCAJ-এর সদস্যরা তাদের ব্যস্ত সময়সূচী সত্ত্বেও এই অনুষ্ঠানকে সর্বাত্মক প্রচেষ্টায় সফল করেছেন। এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালি আর স্থানীয় জাপানী মিলিয়ে একশোজনেরও বেশি লোক জড়ো হয়েছিল। IBCAJ-এর সভাপতি শ্রীস্বপন বিশ্বাস বলেন, এই অনুষ্ঠানের সাফল্য নির্ভর করেছে সদস্যদের প্রচেষ্টার উপর এবং অদূর ভবিষ্যতে তারা আরও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।

More From Author

Orchid the International School Present Go Cosmo

ITC’s Aashirvaad Svasti Milk launches a heartwarming campaign for World Milk Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *