আসছে বাংলা ছায়াছবি “সুকন্যা” ঠিক তার আগেই ছবির পোস্টার ও ট্রেলার প্রকাশ পেল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পূর্ণদৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র ‘সুকন্যা’ মুক্তি পেতে চলেছে জুন মাসের শেষে। তার আগে ১০ মে শুক্রবার, ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবের ব্যাঙ্কোয়েটে এই চলচ্চিত্রের পোস্টার ও ট্রেলর প্রকাশ হলো। ছবির কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পপতি ববি চৌধুরী ও জগন্নাথ গুপ্ত। কে পি মুভিজ নিবেদিত, সমীর মন্ডল প্রযোজিত ও উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিয়ে প্রত্যন্ত গ্ৰামের একটি মেয়ের আইপিএস হয়ে

ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা কাহিনীচিত্র ‘সুকন্যা’। এই ছবি নারী শক্তির কথা বলে। মূলত তিন নারীর সংগ্ৰামের কাহিনী এই চলচ্চিত্র। মেয়েকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে চাওয়া প্রত্যন্ত গ্ৰামের এক মা, তাঁর মেয়ে এবং এক রাজনৈতিক নেত্রীর সংগ্ৰামের কাহিনী ‘সুকন্যা’।

কাহিনী লিখেছেন শ্রাবন্তী মন্ডল। চিত্রনাট্য লিখেছেন পরিচালক উজ্জ্বল মিত্র নিজেই। সম্পাদনা অরুনাভ মিত্র। সঙ্গীত পরিচালনায় এস গোস্বামী।

অভিনয় করেছেন কনীনিকা ব্যানার্জী, খরাজ মুখার্জী, ডাঃ শান্তনু সেন, সঞ্জীব সরকার, পুষ্পিতা মুখার্জী, বরুণ চক্রবর্তী, নবাগতা পুনম দত্ত ও শ্রেয়াশা ঘোষ প্রমুখ।

More From Author

New Instrumental Album “Ode to My Beloved” Celebrates Rabindranath Tagore’s 163rd Birth Anniversary

অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আসন্ন বাংলা ছায়াছবি “হিরো” শুভ মহরৎ এর পূজা অনুষ্ঠিত হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *