পরিচালক ও অভিনেত্রী বৈশাখী বসুর ‘অন্তর্ভেদী’ র শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে

Spread the love

নিজস্ব প্রতিনিধি – 

স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্রের পর এবার পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চিত্র তৈরি করতে চলেছেন পরিচালক ও অভিনেত্রী বৈশাখী বসু। নিজের লেখা কাহিনী নিয়ে নির্মাণ করতে চলেছেন ‘অন্তর্ভেদী’। ২০২৪ এর গোড়ায় এই ছবির শুটিং শুরু হবে। তবে ছবির কলাকুশলী সম্পর্কে এই মুহূর্তে গোপনীয়তা বজায় রাখতে চান পরিচালক।

চিত্রকথা প্রোডাকশন হাউজের ব্যানারে ইতিমধ্যেই তিনটে স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র নির্মাণ করেছেন বৈশাখী বসু। তাঁর তৃতীয় ছবি ‘অপ্রত্যাশিত’ মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। ১৯ মিনিটের এই ছবিতে বৈশাখী ছাড়াও অভিনয় করেছেন রজত চক্রবর্তী , তৃষা গাঙ্গুলি , শর্মিষ্ঠা গাঙ্গুলি ও গৌতম দাস। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বৈশাখী বসু নিজেই।


এর আগের দুটো স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র ‘সম্পর্ক’ ও ‘ক্যানভাস’ দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। ক্যানভাস , সুতানুটি ডকুমেন্টারি অ্যান্ড শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ পেয়েছে। এছাড়া অষ্টম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সার্টিফিকেট অব এক্সেলেন্স’ পুরস্কার পেয়েছে এই কাহিনী চিত্র। ক্যানভাস ছবির গান লিখেছেন , সুর দিয়েছেন ও গেয়েছেন বৈশাখী বসুর স্বামী , পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অর্ণব বসু।

গতানুগতিকতার বাইরে গিয়ে আলাদা ধরনের কাহিনী চিত্র নির্মাণ করতে চান বৈশাখী। তাই মনস্তত্ত্বকে কেন্দ্র করে তৈরি হতে চলা ‘অন্তর্ভেদী’ যে দর্শকদের মন জয় করে নেবে , সে ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।

More From Author

Revolutionizing cooking: TTK Prestige unveils the Multi Pan, your ultimate kitchen partner for culinary adventures

কুমুদ সাহিত্য মেলা কমিটির সদস্যরা উপস্থিত হলেন পল্লিকবির কলকাতার বাড়িতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *