ডোনা গাঙ্গুলীর মহিষাসুরমর্দিনী নজর কাড়ল দর্শকদের লন্ডনের মাটিতে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

লন্ডনের মাটিতে শারদোৎসবের সূচনালগ্নে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিচালনায় পরিবেশিত হলো মহিষাসুরমর্দিনী। সঙ্গে দীক্ষামন্জরীর শিল্পীরা, সঙ্গীতে আনন্দ গুপ্তের পরিচালনায় দক্ষিনায়ন ইউকে এর শিল্পীরা। অনুষ্ঠান হলো লন্ডনের নেহেরু সেন্টারে।

শারদোৎসবের আবহ তৈরি হয় মহিষাসুরমর্দিনী নিবেদনে। বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় চোখ ধাঁধানো নৃত্যের অনুষ্ঠান লন্ডনের নেহেরু সেন্টারে। গানের সাথে নাচের মেলবন্ধন ছিল নজর কাড়া।

এখন সৌরভ -ডোনা দুজনকেই অনেকটা সময় লন্ডনে কাটাতে হয় মেয়ে সানার পড়াশোনার জন্য। এতদিন ডোনার বিদেশের ছাত্র -ছাত্রীরা অনলাইনে শিখতেন, এখন তারা সরাসরি এই অনুষ্ঠান গুলোতে অংশগ্রহণ করতে পারছেন। এতে খুবই খুশি তারা।

গানের দিকে অংশগ্রহণ করেন আনন্দ গুপ্তের সঙ্গীত পরিচালনায় দক্ষিনায়ন ইউকের শিল্পীরা। সেই রেডিয়োতে শোনা পরিচিত গান গুলো শোনা গেল মঞ্চে। সাথে নৃত্য পরিবেশন করলেন দীক্ষামন্জরীর শিল্পীরা।

ডোনা গাঙ্গুলি জানান, ” বেশ কিছু বছর হয়ে গেল আমায় লন্ডন আর কলকাতা যাতায়াত করতে হয়। বাংলার সংস্কৃতি তথা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সংস্কৃতি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এই সুযোগ। দুর্গা পুজো ঠিক কি, তার পৌরাণিক কাহিনী এই পরিবেশনার মাধ্যমে আমরা সবার সামনে তুলে ধরতে পারি। দুর্গা পুজো এখন একটা গ্লোবাল সেলিব্রেশনের অংশ। তাই এতে আমরাও অংশগ্রহণ করলাম।”

More From Author

Aashirvaad lights up homes with ‘Mothers’ Energy’, this Pujo

Bingo! TedheMedhe brings alive the spirit of Pujo and cricket together at Jodhpur Park

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *