নরেন সেন স্কোয়ার, নরসিংহ লেন, রাজা লেন, সীতারাম ঘোষ স্ট্রীট অধিবাসীবৃন্দের দুর্গোৎসবের সূচনা হল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বিধায়ক বিবেক গুপ্তা-র হাত ধরে উত্তর কোলকাতার আমহার্স্ট স্ট্রীট ডাকঘর সংলগ্ন নরেন সেন স্কোয়ার, নরসিংহ লেন, রাজা লেন, সীতারাম ঘোষ স্ট্রীট অধিবাসীবৃন্দের দুর্গোৎসবের সূচনা হল

উদ্বোধনী অনুষ্ঠানে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা ও কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, ফুটবলার হুসেন মুস্তাফি, আরাবুল, পেইন্টার

দিবাকর চক্রবর্তী, সরকারী আধিকারিক নাসকিন বস্ক সহ হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের অন্যতম সদস্য সঞ্জয় রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

পুজো আয়োজকদের তরফে রাজু দাস জানিয়েছেন, “অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় এবং শান্তি, সৌহার্দ্য সহ এলাকার অধিবাসীদের মঙ্গল কামনায় বিগত বছরগুলোর মতো এই বছরেও দুর্গোৎসবের আয়োজন করেছেন এলাকার নাগরিকগণ।”সারা বছর শুধু আমরা পুজোতেই ব্যস্ত থাকি না আমারা বিভিন্ন ধরনের সমাজ সেবা কাজের সাথে যুক্ত থাকি সারা বছর।

More From Author

Sunfeast Mom’s Magic celebrates mothers with 1008 Durga Avatars

Amit Shah inaugurated a Shri Ram Temple-themed Durga Puja pandal in Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *