পুজোয় সঙ্গীত শিল্পী শুভজিৎ এর নতুন বাংলা গান “অভিমানী”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

রবিবার স্টুডিও স্পন্দনে হয়ে গেল বাংলা গানের এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী শুভজিৎ এর এবারের পুজোর নতুন বাংলা গান “অভিমানী”-র রেকর্ডিং। গানটির কথা ও সুর শিল্পীর নিজের। বিগত বেশ কিছু বছর ধরে প্রায় ২৫টিরও বেশি নিজের লেখা ও সুরে গান প্রকাশ

পেয়েছে শুভজিৎ এর। “অভিমানী” গানটির সঙ্গীতায়োজন করেছেন তরুণ প্রজন্মের আরও এক গুণী সঙ্গীতায়োজক শুভ দাস, তার সঙ্গীতায়োজনে ‘শুন্য মন’ গানটি ইতিমধ্যেই অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। বলাই বাহুল্য তার ও শুভজিৎ এর জুটি বেশ কিছু অসাধারণ গান উপহার দিয়েছে আমাদের। সঙ্গীত আয়োজক শুভর মতো শুভজিৎ বরাবরই তুলে ধরেছেন যন্ত্রসঙ্গীতের বেশ কিছু নতুন প্রতিভাকে,

শুধুমাত্র তাইই নয় তাদের নিয়ে ধারাবাহিক ভাবে কাজ করেও চলেছেন; ঠিক একইভাবে প্রথমবারের জন্য দেখা যাবে সিন্থেসাইজার এ সুপ্রিয় মন্ডল ও তবলা এবং পার্কাশনস্ এ দেব সর্দারকে। বয়সে ছোট হলেও নিজেদের প্রথম স্টুডিও

রেকর্ডেই তাদের দুর্দান্ত বাজনা মন কেড়েছে সকলের।
এছাড়াও ব্যাক্ ভোকালে সঙ্গীতা সর্দার, গতবারের মতো এবারও ব্যাক্ ভোকাল সহ সমন্বয়কারী সঙ্গীত আয়োজনে

প্রীতম দাস, কাহনে রাজেন হাঁড়া, শুভজিৎ দে‌ অফিসিয়াল এর কোর্ডিনেটর শাওন কর ও রেকর্ডিস্ট উদিত সপ্তর্ষি সহ পুরো টিম উপস্থিত ছিল এদিন। এ বছর সঙ্গীত শিল্পী শুভজিৎ এর সঙ্গীত জীবনের দশ বছর পূর্তিতে শুভজিৎ দে‌ অফিসিয়াল এর তরফে, শুভজিৎ সরকারের প্রযোজনায় আগামী ১২ই অক্টোবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে

শুভজিৎ এর “একে একে এগারো” অনুষ্ঠান হতে চলেছে আর সেই মঞ্চেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পাবে এই মিউজিক ভিডিও যার দায়িত্বে রয়েছেন সৌরভ দেবনাথ ও সর্বজিৎ ঘোষ। অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। অনলাইন নিউজ পার্টনার হিসেবে শিল্পী শুভজিৎ ও তার পুরো টিমের জন্য রইলো আমাদের অনেক শুভকামনা।

More From Author

কলকাতার ভি,আই,পি রোডে খুলল ‘ট্রায়াম্ফ ডিলারশিপ’- এর নতুন শোরুম

Elevate your skin game with Blossom Kochhar Aroma Magic’s Serum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *