ক্রিক ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

প্রথমবার দ্য ক্রিক ক্লাব কলকাতায় CCFC – 5-A সাইড কর্পোরেট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল। ৮ দলীয় এই টুর্নামেন্টে রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ও ভস্ত্র ফেসিলিইটি ম্যানেজমেন্ট। ফাইনাল ম্যাচে ভস্ত্র ফেসিলিইটি ম্যানেজমেন্টকে হারিয়ে জয়লাভ করে পিসিএমটি সিসিএফসি। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার ও মানস ভট্টাচার্য। কলকাতায় 5-A সাইড CCFC টুর্নামেন্ট প্রসঙ্গে মানস ভট্টাচার্য বলেন, “এটি কেবল একটি ফুটবল খেলা নয় এটি প্রতিভা, কঠোর পরিশ্রম এবং ঐক্যকে উন্নীত করে”.

More From Author

উত্তর কলকাতার “বৃন্দাবন মাতৃ মন্দির”এর পক্ষ থেকে স্কলারশিপ প্রদান

প্যাকেজড পানীয় জলের শীর্ষ সংস্থা অনিরাপদ প্যাকেজ যুক্ত পানীয় জলের ব্যাপক বিক্রয়ের বিষয়ে গুরুতর স্বাস্থ্য ক্ষয়ে জন্য উদ্বেগ প্রকাশ করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *