ফ্রেন্ডস মিডিয়া ও ইনার আই এর যৌথ উদ্যোগে দ্বিতীয় বছরের জন্য শারদ সম্মানের ঘোষণা

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

শারদ উৎসবে মেতে ওঠা তিলোত্তমা কলকাতায় অন্য মাত্ৰা যোগ করে শারদ স্বীকৃতি সম্মান। শিল্পের ভাবনা আর শ্রেষ্ঠত্বের সম্মান প্রদান করে বিভিন্ন উদ্যোক্তারা। বাঙালির কাছে পুজো মানে আলাদা উন্মাদনা।

কোভিড পরবর্তী অধ্যায়ে প্রথম বছর নিজেদের মতো করে শারদ সম্মান প্রদান করেছে ফ্রেন্ডস ও ইনার আই যৌথ উদ্যোগে। চলতি বছর তাঁদের দ্বিতীয় বর্ষের শারদ সম্মান প্রদানের পরিকল্পনার বিষয় উন্মোচিত হল। পাশাপাশি,

ফ্রেন্ডসের উদ্যোক্তা শুভজিৎ বোস ও ঐন্দ্রিলা সাঁতরা এবং ইনার আইয়ের পক্ষে থেকে স্বস্তিকা রায় জানান কলকাতা সহ হাওড়া, হুগলি জেলা মিলিয়ে প্রায় ৩০০ পুজো নথিভুক্তের পরিকল্পনা রয়েছে। এদিন ফ্রেন্ডসের পক্ষ থেকেও নবাগত মডেলদের নিয়ে একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

More From Author

ITC launches ‘Aashirvaad Svasti Daily’ milk; a budget-friendly offering for mothers

সম্প্রতি দমদম পার্ক তরুণ সংঘের খুঁটি পূজো সম্পন্ন হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *