তিন মাসের থিয়েটার ওয়ার্কশপ শুরু করল দ্য স্টেজ ডোর

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

নতুন প্রতিভা অন্বেষণ থিয়েটার প্রেমী শিল্পীদের পেশাদারি মঞ্চে তুলে ধরার লক্ষ্যে তিন মাসের ‘থিয়েটার ওয়ার্কশপ’ শুরু করল ‘দ্য স্টেজ ডোর’। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “ঋজিতা চ্যাটার্জি-র প্রত্যক্ষ তত্ত্বাবধানে ‘দ্য স্টেজ ডোর’ প্রশিক্ষণ দেবে থিয়েটার শিখতে ইচ্ছুক তরুণ তরুণীদের।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঋজিতা চ্যাটার্জি জানিয়েছেন, “কাল এবং দেশের গণ্ডি-কে জয় করতে না পারলে থিয়েটার-এর বিজয় যাত্রা থমকে যেতে বাধ্য।”

ঋজিতা আজ বেশ কিছু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার ফাঁকে সাক্ষাৎকার দিতে গিয়ে আরো জানান, “যে কোনো থিয়েটারের সফলতা নির্ভর করে দুটো বিষয়ের উপর। প্রথমতঃ শিল্পীর সাফল্য এবং দ্বিতীয়তঃ সামগ্রিক সাফল্যের উপর।


শিল্পীর সাফল্য নির্ভর করে তার প্রশিক্ষণ ও অধ্যাবসায়ের উপর অপরপক্ষে থিয়েটার-এর সামগ্রিক সফলতা নির্ভর করে অভিনেতা অভিনেত্রীদের কর্মকুশলতার উপর। তাই ওয়ার্কশপের গুরুত্ব অপরিসীম।”

More From Author

GODREJ GROUP AND SBI SIGN A STRATEGIC MOU TO DEEPEN PARTNERSHIP

২রা এপ্রিল কলকাতার সার্কিট হাউসে প্রায় ১০০ জন চাকরীপ্রার্থী দের নিয়ে কোচিং ক্লাস ও মকটেষ্ট এর আয়োজন করলেন “প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *