কলকাতা প্রেসক্লাবে মুক্তি পেল বারোটি গানের পূর্ণাঙ্গ অ্যালবাম “মন কেমনের গান”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতা প্রেস ক্লাবে ১৯ শে মার্চ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ পেল দুই বাংলার শিল্পীর গাওয়া বাংলা গানের অ্যালবাম “মন কেমনের গান” সঙ্গীত আবারও মিলিয়ে দিল দুই বাংলাকে। গানে গানে, কথায়, সুরে ওপার

বাংলার জনপ্রিয় শিল্পী দম্পতি এস এম খালেদ এবং রুমা খালেদের সঙ্গে এই বাংলার বিদূষী শিল্পী হৈমন্তী শুক্লা। ১২ টি গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম- মন কেমনের গান প্রকাশ পেল ১৯ মার্চ সন্ধ্যায়। উপস্থিত ছিলেন দুই বাংলার শিল্পীরাই উৎপল দাসের লেখায় ১২টি গানের সুরকার, রামকুমার

চট্টোপাধ্যায় ঘরানার উত্তরসুরি ঋষিকুমার চট্টোপাধ্যায়। তাঁরই সঙ্গীতায়োজনে এই ১২টি মৌলিক গান নতুন ভাবে পেলেন বাংলা গানের শ্রোতারা। শিল্পী হৈমন্তী শুক্লা বলেন

দুই বাংলার শিল্পীদের কে নিয়ে একত্রিত অ্যালবাম মুক্তি পেল প্রেস ক্লাবে আজ। আমার সাথে আর যে দুজন শিল্পী গিয়েছেন উনারা খুবই গুনি শিল্পি খুব ভালো গান করেছে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও আরো ভালো ভালো গান করুক আমি ওনাদের পাশে আছি।

ছবি – রণেশ বিশ্বাস।

More From Author

ITC Vivel Launches VedVidya with Sharmila Tagore and her First Ever, Digitally Created Avatar

TOMORROW MAKERS 2022 -23, the Annual Graduation Show Organised by INIFD Lindsay Street

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *