নিজস্ব প্রতিনিধি –
সম্প্রতি কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে কেষ্টপুরের মাতৃ অ্যাপার্টমেন্ট কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক সুশৃঙ্খল ও মানবিক রক্তদান শিবির। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই রক্তদান কর্মসূচিতে মোট ৬৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখযোগ্যভাবে, এর মধ্যে ১৮ জন মহিলা অংশগ্রহণ করে সমাজে মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আইনজীবী অনিল কুমার দাস জানান—
“মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। আজকের রক্তদান শিবিরে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা এখনও অটুট।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক বাদল সরকার, দেবব্রত ঘোষ, এবং পূর্বতন কাউন্সিলর (২৫ নম্বর ওয়ার্ড, কৃষ্ণপুর) বিকাশ নস্কর-সহ আরও বহু বিশিষ্টজন।

রক্তদান শিবিরটির সাফল্যে আয়োজক সংস্থা এবং স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে সন্তুষ্ট। সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।



