নিজস্ব প্রতিনিধি –
কবি ও সম্পাদিকা মালবিকা মজুমদার এবং শম্পা রায়, আমেরিকা প্রবাসী সভাপতি জ্ঞানরঞ্জন দাশ, পরিবারের বিশিষ্ট কবি ও প্রধান উপদেষ্টা প্রতিবিম্ব রায়— তাঁদের আন্তরিক উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাসিওপিয়া সাহিত্য পরিবারের পঞ্চম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি— , সাহিত্যিক জয়তি রায়, চিত্রনাট্যকার মনন দাস, সাহিত্যিক ও কবি অসীম দাস, আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দ মন্ডল এবং কবি প্রমতম সী।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ মিত্রের কন্যা ময়ূরী মিত্র এবং নাট্যশিল্পী অমর চট্টোপাধ্যায়-এর পরিবেশিত শ্রুতিনাটক ‘রক্তকরবী’।
সঙ্গীত, আবৃত্তি, শ্রুতিনাটক— নানা উপাদানে ডালি সাজিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল ক্যাসিওপিয়া সাহিত্য পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে, যাঁদের প্রাণবন্ত অংশগ্রহণে সন্ধ্যাটি হয়ে ওঠে আরও বর্ণিল ও স্মরণীয়।



