জগদ্ধাত্রী পূজোর মহা উদ্বোধন – উত্তর কলকাতার মির্জাপুরে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

মির্জাপুর (কলকাতা) জগদ্ধাত্রী পূজো সমিতির আয়োজনে দ্বিতীয় বর্ষের জগদ্ধাত্রী পূজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, সংঘের প্রধান সংগঠক প্রদীপ কর, মোহনবাগান ক্লাবের সম্পাদক দেবাশিস দত্ত এবং সহ সম্পাদক শান্তনু দত্ত।

এ বছরের পূজোর মূল ভাবনা “মা”, যা মাতৃত্ব ও মমতার এক অনন্য প্রতীক হিসেবে ফুটে উঠেছে প্রতিটি সজ্জায় ও ভাবনায়। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,- অসাধারণ মাতৃপূজার আয়োজন করেছেন মির্জাপুর জগদ্ধাত্রী পূজো সমিতি। সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অন্যদিকে সমিতির চিফ অর্গানাইজার প্রদীপ কর বলেন – প্রথম বছরের তুলনায় স্বাভাবিকভাবেই দ্বিতীয় বছরে আরও বেশি জাঁকজমকপূর্ণভাবে

আয়োজনের চেষ্টা করেছি। আমাদের এবারের ভাবনা ‘মা’। তবে আমাদের কাজ শুধু পুজো পর্যন্ত সীমাবদ্ধ নয়, সারাবছর সমাজের পাশে থাকতে চাই, বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নিয়ে।”

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ, সুর-আলো-ভক্তির এক অনন্য সমাহার। মির্জাপুরের এই পূজো এখন শুধু পাড়ার গণ্ডি পেরিয়ে কলকাতার অন্যতম আলোচিত পূজো হয়ে উঠছে, যেখানে ভাবনা, শিল্প ও সমাজসেবার মিলিত সুরে ধ্বনিত হচ্ছে একটাই বার্তা, “মায়ের শক্তিতেই সমাজের উন্নয়ন।”

More From Author

KKR Superfan Ashok Chakraborty Takes Team Spirit to New Heights at Everest Base Camp

Fortune Launches ‘Bhojan Bahini’ Campaign, Celebrating India’s No.1 Oil Jodi of Mustard and Soyabean Oils

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *