লায়ন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেটস ও প্রজ্ঞন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রেস ক্লাব কলকাতায় রাখি বন্ধন উৎসব পালিত হলো

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

প্রজ্ঞন ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেটসের যৌথ উদ্যোগে ২০২৫ সালের ৯ই আগস্ট, শনিবার, প্রেস ক্লাব, কলকাতায় এক আন্তরিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিশিষ্ট সেতারবাদক পার্থপ্রতিম রায় (কালচারাল অ্যাডভাইজর, রোটারি ক্লাব অব কাসবা), আশিষ বসাক (চার্টার প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেটস), যোগগুরু চন্দন দাস, শিক্ষাবিদ প্রফেসর ড. টিনি দত্ত, সাংবাদিক পাপড়ি দাস, কবি সঙ্গীতা দাস এবং আরও অনেকে, যারা তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছিলেন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল কেবল রাখি বন্ধনের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানো নয়, বরং পারিবারিক সম্পর্কের বাইরেও ঐক্য, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। বোনেরা ভাইদের ও অতিথিদের হাতে রাখি বেঁধে ভালোবাসা, আস্থা ও একে অপরকে রক্ষা ও যত্ন নেওয়ার অঙ্গীকারের প্রতীক তুলে ধরেন। আয়োজকরা সম্প্রদায়ের সীমারেখা পেরিয়ে রাখি বেঁধে উৎসবের সার্বজনীন ভ্রাতৃত্ব ও শান্তির বার্তাকে জোরদার করেন।

অনুষ্ঠানে বক্তারা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি সমাজে সহমর্মিতা, শ্রদ্ধা ও পারস্পরিক সহায়তার গুরুত্বের উপর আলোকপাত করেন। শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে, যা উপস্থিত সকলের মনে আনন্দ, ঐক্য এবং সম্প্রীতির নতুন অঙ্গীকার জাগিয়ে তোলে।

More From Author

ENJOY INDEPENDENCE DAY SPECIAL OFFERS AT IHCL HOTELS

SBI marks 79th Independence Day with Special Loan Scheme for Agniveers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *