Sunday, 5 January 2025
Trending

সমাজসেবা

৪৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবির’-এর আয়োজন করল “রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি”

নিজস্ব প্রতিনিধি –

নতুন ইংরেজি বছরের দ্বিতীয় দিনেই প্রয়াত রতন দত্ত-র স্মরণে কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর ভারতবর্ষীয় ব্রাহ্ম মন্দির-এ ‘৪৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবির’-এর আয়োজন করল ‘রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’। একই সাথে এলাকার দীন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র রূপে কম্বলও বিতরণ করল এই সংস্থা।

বলে রাখা ভালো, ১৯৮২ সালের ১৮ মার্চ সমাজবিরোধীদের হাতে নিহত হন ২৮ বর্ষীয় রতন দত্ত।
রতন দত্ত-র অস্বাভাবিক মৃত্যুর পর তার দাদা স্বপন দত্ত-কে এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজয়কৃষ্ণ রায় পরামর্শ দেন ‘তোমার ভাইকে জনসাধারণের মধ্যে অমর করে রাখার জন্য ওর স্মরণে একটা সমাজসেবী সংগঠন তৈরি করে তার মাধ্যমে প্রতিবছর সমাজসেবা মূলক বিভিন্ন কার্যকলাপ শুরু কর।’ এই পরামর্শের পরিপ্রেক্ষিতেই স্বপন দত্ত ‘রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’ তৈরী করে রক্তদান ও শীতবস্ত্রদান শিবির শুরু করেছিলেন।

রক্তদান ও শীতবস্ত্রদান শিবিরে উপস্থিত হয়ে সংগঠনের সদস্য ও সদস্যাদের উৎসাহিত করে যান তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্থানীয় বরোর অধ্যক্ষ স্বপন সমাদ্দার, কলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌম বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয়

রায়, নিরঞ্জন মিত্র (টুলটুল), বাদল ভট্টাচার্য, প্রবন্ধ রায় ওরফে ফান্টা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সোমনাথ ব্যানার্জি জানিয়েছেন, “আজ রক্তদান শিবিরে ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন, অপরপক্ষে সংগঠনের তরফ থেকে আজ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে এলাকার একশো জন দীন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে।”

 

Related posts
সমাজসেবা

ভারত সেবাশ্রম সংঘ সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল

নিজস্ব প্রতিনিধি – নতুন…
Read more
সমাজসেবা

ডালখোলা উত্তর দিনাজপুরে পালিত হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প

এস, দত্ত ডালখোলা – ন্যাশনাল সেলস…
Read more
সমাজসেবা

বিধায়ক বাইরন বিশ্বাস তার পিতার স্মৃতিতে এম্বুলেন্স দান করলেন

নিজস্ব প্রতিনিধি – বাংলার বিশিষ্ট…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *