Thursday, 18 April 2024
Trending

বিনোদন

বি আর মিউজিকের নিবেদনে তৈরী মিউজিক অ্যালবাম বিশ্বজিত মণ্ডলের সুরে ও কণ্ঠে “লতা মেরী মা” র আনুষ্ঠানিক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি –

সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল বহু দিনের৷ ইচ্ছে ছিল বড়ো হয়ে সঙ্গীতেই, জগৎ চিনবে তাঁকে৷ ঠাকুরদার সঙ্গ মনের ভীতর সঙ্গীতের বীজটা রোপন করেছিল সেই ছোট্ট বেলায়৷ ঠাকুরদার অন্যতম সঙ্গীত সঙ্গী ছিল সেই ছোট্ট ছেলেটি৷ ঠাকুরদা গত হওয়ার পর জীবনের প্রথম সঙ্গীতের পথ প্রদর্শক, সঙ্গীত গুরুকে হারালেও মনের সেই রোপন করা

বীজ কিন্তু নষ্ট হয়নি৷ বড়ো হওয়ার সাথে সাথে ধীরে ধীরে সঙ্গীতের প্রতি ভালোবাসা, ইচ্ছে, অদ্যম প্রচেষ্টার ফলে ঠাকুরদার বোনা বীজটা অঙ্কুর গজিয়ে চারাগাছ থেকে বৃক্ষ্যে রুপান্তরিত হতে শুরু করে৷ চলার পথে দেখা হয় আরেক সঙ্গীত প্রিয় মানুষের সাথে৷ নাম তার রঞ্জীত হলেন খুব ভালো বন্ধু দুজনে৷ দুই ইচ্ছে মিলেই শুরু হল সঙ্গীত সাধনা৷ গান লেখা, সুর দেওয়া৷ কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে সংসারের দায়িত্বে সঙ্গীতে সময়টা কমতে থাকে৷ কিন্তু ইচ্ছে ও প্রচেষ্টা একই থাকে, সেই ছোট্টবেলার মতোই৷ সময় পেলেই কখনও

একা, কখনও বা আবার দুই বন্ধু মিলে বসে পরা গান লিখতে৷ রাতের পর রাত জাগা৷ সুর দিয়ে, শ্রোতাদের মন ছোঁয়ার চেষ্টা৷ চেষ্টা করছিলেন, আরও বেশি সময় কি ভাবে সঙ্গীত চর্চায় দেওয়া যায়৷ হঠাৎই পেয়ে গেল সেই সময়৷ আমরা পরেগেলাম বিশ্ব মহামারি করোনার কবলে ৷ মানুষ হয়ে গেল গৃহবন্দী৷ দেশে জারি হল লক ডাউন৷ ব্যস, সময় পেয়ে গেল নিজের সঙ্গীত চর্চার কাজে লাগানোর জন্য৷ শুরু হল কঠিন অধ্যাবসায়৷ সঙ্গ দিল বন্ধু রঞ্জীত৷ দুই বন্ধু মিলে তৈরি করে ফেললো সঙ্গীতের ভালোবাসার মন্দির “বি.আর মিউজিকস্ স্টুডিও ৷ সময়টা ২০২০ তারপর থেকেই সেই স্টুডিও থেকে দর্শকদের জন্য উপহার দেওয়া হয় একের পর এক হিট গান৷ সেই গানগুলির মধ্যে অন্যতম হিট গান— *ভারত মাকে বেটে হ্যায়,” “মাসুম সা”, “বেবিয়া”,
” বাংলার ছেলে আমি বাংলা কে চাই, …..”৷


কন্ঠে সেদিনের সেই ছেলেটি৷ যে আজকের সকলের ভালোবাসার বিশ্বজিৎ৷ বিশ্বজিৎ মন্ডল ছোটবেলা থেকেই আর্থিক অনটনে বেড়ে ওঠা এক ব্যাতিক্রমি মানসিকতার সঙ্গীত শিল্পী৷ ইতিমধ্যে তিনি সান্নিধ্যে এসেছেন শিল্পী শিলাজিৎ, শম্পা বিশ্বাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বহু গুনী মানুষের ৷ সঙ্গীতের মাধ্যমে জয় করেছেন অগুনতি মানুষের ভালোবাসা, আশির্বাদ৷ পেয়েছেন পিতৃ ভালোবাসায় পরম যত্নে সঙ্গীত চর্চা করার শিক্ষাগুরু৷
আজ সেই দুই বন্ধু বিশ্বজিৎ এবং রঞ্জিত মিলে শ্রদ্ধেয়া সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বি. আর মিউজিকস্ স্টুডিও’র নিবেদনে তৈরী করেছেন, *”মেরি লতা মা”৷* একটি গানের এলবাম৷ তার পর পরই আসতে চলেছে একের পর এক গান শিল্পী বিশ্বজিৎ মন্ডলের কন্ঠে৷

লতা মঙ্গেশকরের প্রয়াণ বর্ষপূর্তিতে কলকাতা প্রেসক্লাবে বি আর মিউজিকের নিবেদনে তৈরী মিউজিক অ্যালবাম বিশ্বজিত মণ্ডলের সুরে ও কণ্ঠে “লতা মেরী মা” র আনুষ্ঠানিক প্রকাশে সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা,সিধু, জেনিভা রায় ,রণজিৎ চৌধূরী প্রমুখ। বাকিটা ইউ টিউব থেকে দেখুন বি আর মিউজিকস্ এ।

 

Related posts
বিনোদন

মুক্তির অপেক্ষায় বাংলা ছায়াছবি "খেলাঘর বাঁধতে লেগেছি"

নিজস্ব প্রতিনিধি – যেখানে…
Read more
বিনোদন

Director Himanish Dasgupta's movie Jotugriho Released

Staff Reporter – JOTUGRIHO Film is made to protest against violence, hooliganism, drug…
Read more
বিনোদন

“নটী বিনোদিনী নাট্যোৎসব”

নিজস্ব প্রতিনিধি – দিগন্তপল্ল…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *