Tuesday, 7 January 2025
Trending

সমাজসেবা

ভারত সেবাশ্রম সংঘ সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিল

নিজস্ব প্রতিনিধি –

নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় ৪২টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হল।
কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে স্কুল গুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন তারা।
আরো উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসন্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবা, কুলপি, মন্দির বাজার, কুলতলির মৈপীঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশন এর তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষে উৎপল ধর উপস্থিত ছিলেন।

 

Related posts
সমাজসেবা

৪৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবির'-এর আয়োজন করল "রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি"

নিজস্ব প্রতিনিধি – নতুন ইংরেজি…
Read more
সমাজসেবা

ডালখোলা উত্তর দিনাজপুরে পালিত হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প

এস, দত্ত ডালখোলা – ন্যাশনাল সেলস…
Read more
সমাজসেবা

বিধায়ক বাইরন বিশ্বাস তার পিতার স্মৃতিতে এম্বুলেন্স দান করলেন

নিজস্ব প্রতিনিধি – বাংলার বিশিষ্ট…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *