নিজস্ব প্রতিনিধি –
পিয়ালি বসাক এক বিস্ময় মানবীর নাম। পৃথিবীর মধ্যে দশটি সুউচ্চ শৃঙ্ঘ্যের মধ্যে ছয়টি জয় করে এখন উনি শিরোনামে। বাংলার মধ্যে প্রথম আর ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়।সারা পৃথিবীর যা নজর কেরেছে।
তাই বাংলার গর্ব পিয়ালিকে নিয়ে আমার প্রচেষ্টা এই গান আর কবিতা গুচ্ছ।
এই এলবামটির নাম
” অপরাজিতা”
পিয়ালির ছোট থেকে বড় হওয়া। তার স্বপ্নের শুরু। তার জীবন যুদ্ধ।তার ব্যাতিক্রমী মানবিকতা। তার জীবন যুদ্ধে টিকেথাকা , আর তার সাফল্য। আর তার কষ্টের কথা এই গানে আর কবিতায় প্রকাশ পেয়েছে।
গানের কথা ও সুর প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়
কণ্ঠশিল্পী~ কাকলি চট্টোপাধ্যায় ও ভুবন চট্টোপাধ্যায়
আবৃতি পাঠে ~ ঈশিতা দাস অধিকারী।
পিয়ালির চন্দননগরের বাড়িতে এলবাম প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন। প্রাক্তন ফুটবলার, গীতিকার,সুরকার ভুবন চট্টোপাধ্যায়, প্রাক্তন বিশিষ্ট ফুটবলার স্বপন সাহা রায়, পিয়ালি প্রশিক্ষক অপূর্ব চক্রবর্তী, ও বিশিষ্ট সংগীত শিল্পী কাকলি চট্টোপাধ্যায়।
মিডিয়া সবসময় আমার পাশে থেকেছে খুব খুব কৃতজ্ঞ আপনাদের প্রতি, এতো মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া, পর্বতারোহণ জীবনের ঝুঁকিপূর্ণ এবং কষ্ট দায়ক একটা খেলা হওয়া সত্ত্বেও ক্রিকেটের মতো এখনও সেরকম স্পন্সর বা সাপোর্ট প্রচার কোনো কিছু না থাকা সত্ত্বেও এতো মানুষ যে পর্বত আরোহণ অভিযানের সাপোর্ট এ এগিয়ে এসেছেন আমি অভিভূত ভাষায় প্রকাশ করার বাইরে, আমাদের দেশে সুউচ্চ হিমালয় পর্বত অবস্থিত হওয়া সত্ত্বেও সমস্ত বিশ্বরেকর্ড বিদেশিদের দখলে সেই দুঃখ থেকে নিজেকে তৈরি করে চলেছি যাতে কিছু বিশ্বরেকর্ড আমাদের দেশের জন্য করতে পারি তার জন্য আমার অনেক ছোট বয়স থেকে পর্বতারোহণ এর ট্রেনিং বহু ৬ হাজার সাত হাজার মিটার উচ্চতায় পর্বত আরোহণ অভিযান তারপর আট হাজার মিটার এর উপর পৃথিবীর উচ্চতম শিখরে অভিযান এমনকি ধার দেনা করেও আমার বাবা মা শিক্ষক শিক্ষিকারা অনেক ত্যাগ স্বীকার করেও আমাকে বড় করে গেছেন কোনো স্পনসর সাপোর্ট না থাকা সত্ত্বেও এরকম একটা কঠিন খেলায় আমাকে এগিয়ে নিয়ে গেছেন, পরবর্তী কালে চন্দননগরের, রাজ্যের,দেশের অনেক মানুষ এগিয়ে এসে আমাদের পাশে থেকেছেন সবার চির কৃতজ্ঞ থাকব, এভাবেই আপনাদের আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট থাকলে দেশের জন্য আরও অনেক সফলতা অর্জন করে আনতে পারব, পর্বত আরোহণ করতে যে সমস্ত ছোট ছেলে মেয়েরা উৎসাহিত তারাও এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে , সবাই খুব ভালো থাকবেন,প্রণাম নেবেন, God bless you all