নিজস্ব প্রতিনিধি –
পিয়ালি বসাক এক বিস্ময় মানবীর নাম। পৃথিবীর মধ্যে দশটি সুউচ্চ শৃঙ্ঘ্যের মধ্যে ছয়টি জয় করে এখন উনি শিরোনামে। বাংলার মধ্যে প্রথম আর ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়।সারা পৃথিবীর যা নজর কেরেছে।
তাই বাংলার গর্ব পিয়ালিকে নিয়ে আমার প্রচেষ্টা এই গান আর কবিতা গুচ্ছ।
এই এলবামটির নাম
” অপরাজিতা”
পিয়ালির ছোট থেকে বড় হওয়া। তার স্বপ্নের শুরু। তার জীবন যুদ্ধ।তার ব্যাতিক্রমী মানবিকতা। তার জীবন যুদ্ধে টিকেথাকা , আর তার সাফল্য। আর তার কষ্টের কথা এই গানে আর কবিতায় প্রকাশ পেয়েছে।
গানের কথা ও সুর প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়
কণ্ঠশিল্পী~ কাকলি চট্টোপাধ্যায় ও ভুবন চট্টোপাধ্যায়
আবৃতি পাঠে ~ ঈশিতা দাস অধিকারী।
পিয়ালির চন্দননগরের বাড়িতে এলবাম প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন। প্রাক্তন ফুটবলার, গীতিকার,সুরকার ভুবন চট্টোপাধ্যায়, প্রাক্তন বিশিষ্ট ফুটবলার স্বপন সাহা রায়, পিয়ালি প্রশিক্ষক অপূর্ব চক্রবর্তী, ও বিশিষ্ট সংগীত শিল্পী কাকলি চট্টোপাধ্যায়।