Tuesday, 21 January 2025
Trending

উৎসব

স্বাধীনতা দিবস পালন করল নিমতা স্বামী প্রণবানন্দ বিদ্যার্থী ভবন

নিজস্ব প্রতিনিধি –

দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস। যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। ভারত সেবাশ্রম সঙ্ঘের নিমতা প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা

উত্তলন করেন সঙ্ঘের নবীন সন্ন্যাসী স্বামী অন্বেষানন্দজী মহারাজ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান ছাত্ররা। তারা দেশাত্মাবোধক গান পরিবেষণ করেন। মহারাজ এর আশীর্ব্বচন এর মধ্য দিয়েই অনুষ্ঠান

সমাপ্ত হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সঙ্ঘের প্রধান কার্যালয় সহ বিভিন্ন শাখা আশ্রমগুলিতেও স্বাধীনতা দিবস পালন করা হয়। নিমতা প্রণবানন্দ বিদ্যার্থী ভবন মেধাবী ছাত্র দের

পড়াশোনা ও থাকার জন্য কলকাতার উত্তর চব্বিশ পরগনায় একটি ছাত্রাবাস গড়ে তুলেছে। গ্রাম থেকে যেসব ছাত্ররা শহরে পড়তে আসেন তাদের জন্যে এই ছাত্রাবাস খুবই সহযোগী।