নিজস্ব প্রতিনিধি –
রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় যখন দিশেহারা পরিস্থিতি ঠিক সেই সময় চাকরির স্বপ্ন দেখাচ্ছে ইনফিনিটি। মেডিকেল পড়ুয়া ও নার্সিং ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্লেসমেন্টের ব্যবস্থা করে দিচ্ছে বৃহত্তম এই শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে ভয়েজ নামক বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষরিত হল ইনফিনিটির সঙ্গে। এদিন ইনফিনিটি প্রতিষ্ঠানের কর্ণধার
নির্মাল্য নাগ বলেন, প্রতি বছর প্রায় 20000-25000 ভারতীয় ছাত্র প্রশিক্ষনের জনের বিদেশে যায়। চীন, নেপাল, বাংলাদেশ, পোল্যান্ড, কিরগিজস্তান, ইউক্রেন, রাশিয়া, মালয়েশিয়া, ফ্রান্স, উজবেকিস্তান, কাজাখস্তানের মতো বিদেশী দেশগুলিতে প্রায় 1700 শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। তিনি জানান কলকাতা ও জেলার বহু ছাত্র ছাত্রী উৎসাহ প্রকাশ করেন প্রশিক্ষণ নিতে। এদিন বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অতিথিরা ছাত্র ছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন এবং ভবিষৎ পরিকল্পনার বিষয়ে বিস্তৃত জানেন।