সাইকেলে বাংলাদেশ থেকে কলকাতায় তানজিনা মিতু মৈত্রীর বার্তা দিতে

Spread the love

পারিজাত মোল্লা – কলকাতা

আন্তর্জাতিক ক্রীড়া (ক্যারাটে) প্রতিযোগিতায় যোগ দিতে সাইকেল করে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তানজিনা মিতু নামে বছর চব্বিশের এক যুবতী ।বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা তানজিনা এক পলিটেকনিক কলেজে কম্পিউটার বিভাগে তৃতীয় বর্ষে পাঠরতা । পাশাপাশি সে বাংলাদেশের মিরপুর সাইক্লিস্ট এর মেম্বার।মূলত এই সংগঠনের সাহায্যে তিনি ভারতে আসার অনুপ্রেরণা পেয়েছেন। পশ্চিমবাংলার বালি-বেলুড়ে গত ৬ জানুয়ারি ‘দ্বিতীয় খেলো ইন্ডিয়া আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা ‘ যোগ দিতে তানজিনা এসেছিলেন। গতবছর ২৬ ডিসেম্বর ঢাকা থেকে যশোর ঢুকেছেন। এরপর বেনোপল সীমান্ত অতিক্রম করেছেন গত ৩০ ডিসেম্বর। নিজ দেশে ক্যারাটেতে ব্লাকবেল্ড পাওয়া তানজিনা ভারতে সহৃদয় বন্ধু গৌতম কর্মকারের বাড়িতে এসেছেন। গৌতম সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবুজের বার্তা দিতে সাইকেল করে একাকী ঘুরে এসেছেন। বুধবার সকালে শিয়ালদহ ইএসআই সংলগ্ন এক বিদ্যালয়ের সামনে গৌতম চক্রবর্তী , কৃষ্ণা বিশ্বাস, রিয়া ঘোষদের মতো অভিভাবকদের সাথে মৈত্রীর বার্তা দিতে দেখা যায় তানজিনা কে। অনেকেই নস্টালজিয়ায় পড়ে যান দুই বাংলার এই সংস্কৃতির মেলবন্ধন কে নিয়ে ।বৃহস্পতিবার অর্থাৎ ১১ জানুয়ারি তানজিনা ফিরবে নিজ দেশে। তার সাথে থাকবে এপার বাংলার অফুরন্ত ভালোবাসা।

More From Author

সাগরে পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র প্রদান

Bhinna Japon – Celebrating Sustainability: Exhibition and Sale of Sustainable Products and Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *