Friday, 22 November 2024
Trending

বাংলা

“ফাইট ফর মাদার টাং” এ বিষয়ে কেন্দ্র করে কলকাতা প্রেসক্লাবে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি –

“ফাইট ফর মাদার টাং” যা “দিশম আদিবাসী গাঁওতা”র একটা শাখা সংগঠন, যা সামাজিক গনসংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজে শিক্ষার প্রসার এবং মাতৃভাষা সাঁওতালিতে অলচিকি লিপির মাধ্যমে শিক্ষাদানের ব্যাপারে কাজ করে চলেছে । শিক্ষার মতো মৌলিক অধিকারের পরিষেবা সুনিশ্চিত করতে প্রাথমিক, উচ্চ প্রাথমিক , মাধ্যমিক ,উচ্চমাধ্যমিক , স্কুল ও কলেজ প্রতিটি স্তরে বিভিন্ন সমস্যা প্রশাসনের নজরে এনে সমাধানের চেষ্টা করে চলেছে। পশ্চিম বর্ধমানের শিক্ষা সংক্রান্ত সামগ্রিক কিছু সমস্যা গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রশাসন ও শিক্ষা দপ্তরের নজরে আনলেন। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ TDB কলেজে স্নাতক স্তরে দীর্ঘদিন ধরে (২০১৭ থেকে) সাঁওতালি বিভাগ চালুর দাবিতে আন্দোলন চলছে। গত ২০২৩ -২৪ শিক্ষাবর্ষে সাঁওতালি বিভাগ চালুর কথা থাকলেও চালু হয়নি । অথচ কাজী নজরুল ইউনিভার্সিটির পক্ষ থেকে NOC দেওয়া হয়েছে, কলেজ কর্তৃপক্ষ থেকে walk in interview (২৬/০৬/২০২৩) হয়েছে; সেই হিসেবে ৫ লক্ষ টাকার প্রোপোজাল দেওয়া হয়েছিল। এই ২০২৪-২৫ শিক্ষা বর্ষে পঠন-পাঠন চালুর জন্য ২৮শে জুন একটা ডেপুটেশন দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সাঁওতালি বিভাগ চালু করার বিষয়ে আলোচনায় বসে কিন্তু সেই বৈঠকে কোন সমাধান সূত্র কলেজ কর্তৃপক্ষ বের করতে না পারায় গত ০৮/০৭/২০২৪ থেকে কলেজ গেটের সামনে অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভ ও রিলে অনশন শুরু হয়। এক সপ্তাহ অনশন কর্মসূচি চলার পরেও কলেজ কর্তৃপক্ষ কোনো সদর্থক ভূমিকা গ্রহণ না করলে, অবস্থান বিক্ষোভ ও অনশনের সপ্তম দিনে(১৫/০৭/২০২৪) জেলাশাসক এবং কাজী নজরুল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে প্রতিনিধিমূলক সাক্ষাৎ করে দাবির সমর্থনে স্মারকলিপি দেওয়া হয় । উভয় ক্ষেত্রেই আলোচনা করেও কোন সমস্যার সমাধান হয়নি। একাদশ তম দিন পেরিয়ে গেলেও সমস্যার সমাধানের কোন ইঙ্গিত না পাওয়ায় ২৩/০৭/২০২৪ কোলকাতায় প্রেস কনফারেন্স এর মাধ্যমে প্রশাসন ও শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। সংগঠনের রাজ্য নেতৃত্ব ঘোষণা করেন যে এর মধ্যে সমস্যা সমাধান না হলে আগামী দিনে কলকাতার রাজপথে আন্দোলন করবেন।

 

Related posts
বাংলা

Amul Clean Fuel Rally to celebrate National Milk Day

Staff Reporter – India celebrates 26 November, birth anniversary of Dr Verghese Kurien, the…
Read more
বাংলা

দ্বিতীয় বার্ষিকী উৎসব আয়োজনে ওম সাহিত্য কুটির পরিবার

নিজস্ব প্রতিনিধি – কৃষ্ণপদ…
Read more
বাংলা

Governor of West Bengal Inaugurates Elite Minds on Children’s Day: A New Learning Hub

Staff Reporter – a new chapter in education began as Elite Minds, a premier educational…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *