Wednesday, 13 November 2024
Trending

বাংলা

সাঁকো বাঁধার কাজ চলছে

ঝর্ণা ভট্টাচার্য্য –

ঝর্ণা ভট্টাচার্য্য আকাশবাণী নাটক বিভাগের একজন সদস্য ছাড়াও গীতিকার,কবি, কনটেন্ট রাইটার,লেখক মডেল হিসেবে নানাবিধ সামাজিক কর্মে নিজেকে জড়িয়ে রেখেছেন ভালো থাকা এবং ভালো রাখার তাগিদে।জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে একা মায়ের দায়িত্ব পালন করে হাত বাড়িয়ে

দেওয়ার চেষ্টা করছেন যাঁদের পাশে থাকলে তাঁরা ভালো থাকবে সমাজটা সুন্দর হবে ।”আমি” থেকে “আমরা”য় উত্তরণের তাগিদে ২০শে জানুয়ারি iccr এ একটি ” সাঁকো” নামক অনুষ্ঠান করেন। যেখানে সমাজে নামী এবং সফল ব্যক্তিরা যেমন ছিলেন ,ছিলেন জীবন যুদ্ধ প্রতিনিয়ত লড়ে

যাওয়া মানুষ যাঁরাও সমাজের জন্য নিরবে কাজ করে যাচ্ছেন । এই দুই শ্রেণীর মধ্যে মেলবন্ধনের সাঁকো তৈরি করার চেষ্টা করেছিলেন এবং সেখানে অটিষ্টিক বাচ্চাদের পাশে থাকার কথাও তিনি বলেন । আর অনুষ্ঠানে আর্জি জানিয়েছিলেন সাঁকোর কাজ শুরু হবে আসলে প্রেক্ষাগৃহের বাইরে। আর তাই অটিষ্টিক বাচ্চাদের স্পিচ থেরাপি নিয়ে কাজ করার পরিকল্পনা শুরু করেছেন ইতিমধ্যেই,কথা

বলেছেন বিভিন্ন স্পিচ থেরাপিস্ট এর সাথে।এবং সম্প্রতি সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত কবিগুরুর একটি কবিতা ” অভিসার”আবৃত্তি করে তাঁদের ( অটিষ্টিক বাচ্চা) উৎসর্গ করেন। ইতিমধ্যে যা ৩৩হাজার মানুষের কাছে পৌঁছে যায়। আসলে অটিষ্টিক বাচ্চাদের একটি বড় সমস্যা তাঁরা মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারেন না তাই শব্দ দিয়ে শব্দব্রহ্ম এ পূজারী হওয়ার আহ্বান জানানোর একটা প্রথম পদক্ষেপ ঝর্ণার।