শ্রী জগন্নাথ সেবা সমিতি খিদিরপুরের উদ্যোগে কলকাতায় রথযাত্রা ও উড়িশা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

শ্রী জগন্নাথ সেবা সমিতির সংস্কৃতিক শাখা উৎকল এবার উডড়িশা উৎসবের আয়োজন করতে চলেছে কলকাতায় এ বিষয়ে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতা প্রেসক্লাবে। আগামী ২০ জুন থেকে শুরু করে ২৮ জুন পর্যন্ত রথযাত্রা এবং ওড়িশা উৎসব উদযাপন হবে। ২০ জুন খিদিরপুরের জগন্নাথ মন্দির থেকে শুরু করে ভবানীপুরের নর্দার্ন পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো (রথযাত্রা) দিয়ে এই উৎসব উদযাপন শুরু হবে, যেখানে ২৮ জুন সকাল পর্যন্ত দেবতারা থাকবেন। রোডশোতে পুরুলিয়ার ছৌ নাচের দল এবং পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগ দ্বারা স্পনসর করা খোলা টিম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। ওড়িশা উৎসব-এর কথা ঘোষণা করতে গিয়ে, জগন্নাথ সেবা সমিতি`র সভাপতি চন্দ্র শেখর বাবু বলেন, “২১ জুন ওড়িশা উৎসব

উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।” আট দিনব্যাপী এই উৎসবে বেশ কিছু অনুষ্ঠান পরিবেশিত হবে। দর্শনার্থীরা ওডিশার হস্তশিল্পের বেশকিছু ঝলকও দেখতে পারবেন, যা এই অনুষ্ঠানে প্রদর্শন করা হবে।” ২০০৩ সাল থেকে প্রতি বছর শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য উৎকলা সম্মান প্রদান করা হয়ে আসছে। এই বছর বিশিষ্ট ওড়িয়া গায়ক দেবাশিস মহাপাত্রকে এই সম্মানে ভূষিত করা হবে। অন্যান্য সুপরিচিত শিল্পীদের সঙ্গে তিনি সঙ্গীত পরিবেশনও করবেন।

উৎকলা`র সভাপতি কাশিনাথ বেহেরা ) এই বিষয়ে আরও বিশদভাবে বলেন, এই উৎসবে “জগন্নাথ ইন বেঙ্গল আইজ” বইটি ছাড়াও উৎকল স্যুভেনির এবং ঝুমারের অ্যালবাম উদ্বোধন করা হবে। ওড়িশা উৎসবের আট দিনে, ময়ূরভঞ্জের প্রজেক্ট ছাউনি ছৌ নৃত্য পরিবেশন করবে এবং রায়রংপুরের সুভাষ পাত্র ও সম্প্রদায়ের ঝুমুর গান পরিবেশন করবে। এছাড়াও, ওড়িশা সরকার দ্বারা স্পনসরকৃত
নবজীবন নাট্যশাস্ত্রের একটি শাস্ত্রীয় নৃত্য পরিবেশিত হবে। মীরা দাস ও সম্প্রদায়ের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে। সেইসঙ্গে পরিবেশিত হবে ওক-এর শিল্পীদের ভজন সন্ধ্যা অনুষ্ঠান।

More From Author

Advancing Ortho-Neuro Care: Iris Hospital Launches Revolutionary Treatments and Breakthroughs

World Bath Day: Why you need to stop everything and incorporate shower gels into your bathing regime right Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *