শ্রী এমের দুই পুস্তক বাংলা ও অসমিয়া ভাষায় ভাষান্তরিত হল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সত্যজিত রায় অডিটোরিয়ামে ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর প্রতিষ্ঠাতা তথা ধর্মীয় শিক্ষক শ্রী এম লিখিত দুই গ্রন্থের ভাষান্তরিত রূপ উন্মোচিত হল। সৎসঙ্গ ফাউণ্ডেশন’-এর তরফ থেকে জানানো হয়েছে, “বাংলা ভাষায় ভাষান্তরিত হল শ্রী এম রচিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ এবং অসমিয়া ভাষায় ভাষান্তরিত হল আত্মজীবনী মূলক গ্রন্থ ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার’।”

বলে রাখা ভালো, ২০১১ সালে প্রকাশিত ‘অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার’ বইটা অসমিয়া ভাষায় ভাষান্তরিত করেছেন অঞ্জন শর্মা এবং ‘২০২০ সালে প্রকাশিত ‘হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ’ বইটা বাংলা ভাষায় ভাষান্তরিত করেছেন ঋত্বিক মুখার্জী।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৯ সালের ৬ নভেম্বর কেরালার তিরুচিরাপল্লীতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী এম।


যৌবনের প্রারম্ভে তিনি চলে যান হিমালয়ে। সেখানে সাড়ে তিন বছর কাটাবার পরে তিনি ফিরে আসেন সমতলে।
পরবর্তী সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা বিকাশের হেতু তিনি স্থাপন করেন ‘সৎসঙ্গ ফাউণ্ডেশন’।

More From Author

JioCinema Invites Fans to Win One Car Every Match with its new TATA IPL Contest Jeeto Dhan Dhana Dhan

প্রথম বার্ষিকী উপলক্ষে ইডেন গার্ডেন্সে এক আকর্ষণীয় ড্রোন শোয়ের মাধ্যমে ক্রিকেটভক্তদের চমকে দিল টাটা নিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *