Thursday, 19 September 2024
Trending

বাংলা

মানবতার বন্ধু হযরত মুহাম্মাদ (স.)” প্রচার অভিযান

নিজস্ব প্রতিনিধি –

জামাআতে ইসলামী হিন্দ কলকাতা মেট্রো সিটির পক্ষ থেকে ২৮ এ সেপ্টেম্বর থেকে ৮ ই অক্টোবর পর্যন্ত মানবতার বন্ধু হযরত মুহাম্মাদ (স.) শিরোনামে একটি প্রচার অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হযরত মুহাম্মাদ (স.) এর জীবন ও আদর্শকে সামনে রেখে মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত করা ও মানুষে মানুষে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ তৈরি করা এই প্রচার অভিযানের লক্ষ্য। যত দিন যাচ্ছে সমাজ থেকে ততই মানবতা বোধ বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের পারস্পরিক সম্পর্ক যেন দিনের পর দিন তিক্ত হয়ে উঠছে। আমাদের দেশে ঘৃণা-ভাষন ও পরিকল্পিত নানা কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ হিংসা ও ঘৃণা ছড়ানো হচ্ছে। এমনকি পার্লামেন্ট ভবনও সাম্প্রদায়িক ঘৃণা-ভাষণ থেকে মুক্ত থাকছে না। দেশজুড়ে সযত্নে লালন করা হচ্ছে ঘৃণা-বিদ্বেষকে। শুধু আমাদের দেশ নয় বিশ্বের আরো অনেক দেশে হিংসা ও বিদ্বেষের এই পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কোথাও পবিত্র কুরআনে আগুন লাগানো হচ্ছে তো কোথাও আবার পরিকল্পিতভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে ইসলাম-ফোবিয়া। এই পরিবেশ মানবতা বিরোধী, শান্তিপূর্ণ সমাজের পথে অন্তরায়, উন্নতিও অগ্রগতির পথে বাধা। আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় যতই উন্নতি সাধন করছি মানবতা ও নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে ততোই পিছিয়ে পড়ছি। এটা ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। এখান থেকে দেড় হাজার বছর আগে মানবতার বন্ধু হযরত মুহাম্মাদ (স.) বিশ্ব মানবতাকে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পথ দেখিয়েছিলেন। পাশ্চাত্যের দার্শনিক মাইকেল এইচ হার্ট বিশ্ব মানবতা প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মাদ (স.) এর কৃতিত্বকে সবার উপরে রেখেছেন। আমরাও মনে করি বর্তমান যুগের সংকট নিরসনে হযরত মুহাম্মাদ (স.)এর আদর্শ ও শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই জামাআতে ইসলামী হিন্দ কলকাতা মেট্রো সিটির পক্ষ থেকে হযরত মুহাম্মাদ (স.) এর আদর্শ ও শিক্ষাকে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য এই প্রচার অভিযান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আমরা এই প্রচার অভিযান কর্মসূচি সফল করার ক্ষেত্রে সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সমাজ মাধ্যমের সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।

হযরত মুহাম্মাদ (স.) এর শিক্ষা

* জাতি ধর্ম-বর্ণ ভাষা নির্বিশেষে সমস্ত মানুষের মর্যাদা সমান।

* সমস্ত মানুষ আদমের সন্তান তাই তারা রক্তের সম্পর্কে ভাই।

* যে ব্যক্তি সৃষ্টির প্রতি করুনা করে না সৃষ্টিকর্তা তার প্রতিও করুণার দৃষ্টিতে দেখেন না।

* তোমাদের অধীনদের প্রতি খেয়াল রাখবে। তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও অনুরূপ খাওয়াবে, পরাবে।

* ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না; কেননা, তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। 

* তোমাদের কারও কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে, তা তার প্রাপকের নিকট অবশ্যই পৌঁছে দেবে। 

* ক্ষমাই মূল্যবান সম্পদ।

* কখনো একে অন্যের ওপর জুলুম কোরো না।

* নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার রয়েছে এবং তোমাদের ওপরও তাদের অধিকার আছে।

আমাদের আবেদন : আসুন!

১. নিরপেক্ষ মন নিয়ে হযরত মুহাম্মাদ সা-এর জীবন ও আদর্শকে জানার চেষ্টা করি।

২. নবী প্রেমের নামে আবেগের আতিশয্যে বাড়াবাড়ি নয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করুন।

৩. ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির যেকোনো ধরনের অপচেষ্টাকে প্রতিরোধ করুন।

৪. মানবতার বন্ধুর সা. আদর্শ অনুসরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। বিপদগ্রস্ত মানুষকে সাধ্যমত সাহায্য সহযোগিতা করুন।

৫. গুজবে কান দিয়ে নিজের প্রতিবেশী সম্পর্কে ভুল বুঝবেন না।

আসুন! আমরা একে অপরের জানা বোঝার মধ্য দিয়ে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি।

জুলফিকার আলী গাজী, শহর সভাপতি, কলকাতা মেট্রো সিটি
মুখতার আলম, সহকারী সিটি প্রেসিডেন্ট, কলকাতা মেট্রো সিটি
নুরুদ্দিন শাহ, সিটি উপদেষ্টা পরিষদ, কলকাতা মেট্রো সিটি
আব্দুল আজিজ, শাহ, সিটি উপদেষ্টা পরিষদ, কলকাতা মেট্রো সিটি
আলী ফিরদৌস আখতার