Sunday, 21 April 2024
Trending

বাংলা

ভারতীয় সনাতন শিক্ষা ব্যবস্থার সাথে মডার্ন ম্যানেজমেন্ট এডুকেশনের সেতুবন্ধনের কাজে এগোতে চাইছে ‘ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার’

নিজস্ব প্রতিনিধি –


এই অভাবনীয় কাজে তারা দোসর হিসেবে চাইছে ‘আই আই এস ডব্লু বি এম’-কে।

কোলকাতায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ‘ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাণ্ড বিজনেস ম্যানেজমেন্ট’ এবং ‘ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার’-এর মধ্যে এই বিষয়েই এক আলোচনা সভা হয়ে গেল।

‘বি আর সি’-র তরফে বলা হচ্ছে, “এই সেতুবন্ধন সম্পন্ন হলে ভবিষ্যতে গবেষক ও সমাজ উপকৃত হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও আই আই এস ডাব্লু বি এম-এর গভর্নিং বডির অধ্যক্ষ ডঃ সুজিত বসু, স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ডঃ ফার্দিনান্দ সারদেলা, আই আই এস ডাব্লু বি এম-এর পি এইচ ডি বিভাগের আহ্বায়ক অধ্যাপক ডঃ কে এম আগরওয়াল ও অধ্যাপক ডঃ তনিমা রায়।

ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন ইসকনের অন্যতম চালিকাশক্তি ও বি আর সি-র অপর নির্দেশক গৌরাঙ্গ দাস।