বৈশাখী মেলার উদ্বোধনে মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পয়লা বৈশাখ মানেই বাংলা ও বাঙালীর  উৎসবমুখরতা।  বাংলার সেই কৃষ্টি ও সংস্কৃতিকে মাথায় রেখে নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব দুদিনের বৈশাখী মেলার আয়োজন করে।  স্থান ক্লক  টাওয়ার গ্রাউন্ড।  ঐদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় এই মেলা।  শোভাযাত্রাটি ক্লক  টাওয়ার  , হ্যাপি স্ট্রীট  হয়ে রিলায়েন্স ফ্রেশ , বাস স্ট্যান্ড ছুঁয়ে ক্লক  টাওয়ারে এসে শেষ হয়।  সকাল সাড়ে আটটায় হয় ছাতা অলংকরণ প্রতিযোগিতা। 

বৈশাখী মেলার উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জী, এন কে ডি এ র এম ডি শ্রী দেবাশিস সেন, প্রসিদ্ধ তবলা বাদক পন্ডিত মল্লার ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী এবং শ্রী গৌতম হালদার। 

কবি গান, বাউল, সরা প্রতিযোগিতা, আল্পনা প্রতিযোগিতা, হ্যাংলা হেঁশেল পরিচালিত রন্ধন প্রতিযোগিতা, তন্তুজ আয়োজিত শ্রীমান শ্রীমতী প্রতিযোগিতা ছিল এই মেলার মুখ্য আকর্ষণ। এছাড়াও পঞ্চ কবির কন্যা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও দোহারের সংগীতানুষ্ঠান মেলায় উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।  পরের দিন ২রা বৈশাখ একটি স্বেচ্ছা সেবী সংস্থা যাত্রী সমাজে দাগ কেটে যাওয়া কিছু মহিলাকে সম্বর্ধনা প্রদান করেন। ঐদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রীতিকণা  গোস্বামী।  দুদিন ব্যাপী এই অনুষ্ঠান নিউ  টাউন বাসীর   মনে  সাড়া  ফেলে দিয়েছে।

More From Author

A book of poetry “Oracle” was launched at the Kolkata Press Club on New Year’s Eve

বাংলা কাহিনীচিত্র জন্মান্তর মুক্তির অপেক্ষেয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *