Bandhan bank
বাংলা

বন্ধন ব্যাংকের সঙ্গে মউ স্বাক্ষর করলেন অসম সরকার

নিজস্ব প্রতিনিধি –

বন্ধন ব্যাঙ্ক আজ ঘোষণা করেছে যে তারা অসম সরকারের তরফে e-GRAS পোর্টাল থেকে রাজস্ব সংগ্রহ করার অনুমতি পেয়েছে। এর ফলে অসমের জনগণ সরকারের e-GRAS পোর্টালের মাধ্যমে Tax ও Non-Tax পেমেন্ট করতে সক্ষম হবে। এটি অসমের মানুষের জন্য লেনদেন সহজ, কাগজবিহীন এবং সুলভ করে তুলবে। বন্ধন ব্যাংক খুইব শীঘ্রই অসম সরকারের কর সংগ্রহ সংক্রান্ত বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে এই প্রক্রিয়ার সূচনা করবে।

বন্ধন ব্যাংক অসমে মোট 500টি আউটলেটের মাধ্যমে, 35টি জেলার প্রত্যেকটিতেই উপস্থিত। গ্রাহকগণ এই পোর্টালের মাধ্যমে বাড়ির কর, যানবাহন কর, জলের বিল, অসম সরকার দ্বারা আয়োজিত পরীক্ষার ফি, ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ ইত্যাদি পেমেন্ট করতে পারবেন। অসম e-GRAS পোর্টালের মাধ্যমে, একজন নাগরিক 70টি বিভিন্ন বিভাগের পরিষেবাগুলির জন্য অর্থ প্রদান করতে পারেন। অসম e-GRAS পোর্টালে 2022-23 অর্থবর্ষে মোট সংগ্রহ ছিল প্রায় 16,000 কোটি টাকা।

দেবরাজ সাহা, হেড- গভর্নমেন্ট বিজনেস, বন্ধন ব্যাঙ্ক বলেন “অসম বন্ধন ব্যাংকের 5টি সর্ববৃহৎ মার্কেটের মধ্যে একটি। অসম সরকারের থেকে এই দ্বায়িত্ব পাওয়া আসলে বন্ধন ব্যাঙ্কের উপর বিভিন্ন সরকারের আস্থা এবং বিশ্বাসের প্রতীক। এই দ্বায়িত্বের মাধ্যমে আমরা অসমের জনগণের সেবা করার আরেকটা সুযোগ পেয়েছি।”

গভর্নমেন্ট রিসিট একাউন্টিং সিষ্টেম (GRAS) একটি নিরাপদ ওয়েব এপ্লিকেশন যেটি নাগরিকদের এবং ব্যাবসায়ী সম্প্রদায়কে ইলেকট্রনিকভাবে সরকারকে ট্যাক্স এবং অন্যান্য পেমেন্ট সংক্রান্ত সুবিধা প্রদান করে। অসম eGRAS সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টা সমস্ত সুবিধা প্রদান করে এবং অসমের নাগরিকরা প্রয়োজনীয় পরিষেবার জন্য ই-চালান তৈরি করে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে অনলাইন পেমেন্ট করতে পারে।

 

Related posts
বাংলা

First lifestyle magazine for Men - "Purush Parban

Staff Reporter – The first lifestyle magazine for men in Bengali “Purush Parvan&#8221…
Read more
বাংলা

ওডিয়া ব্যাঙ্কার্স ক্লাব পরিবারর বন্ধু মিলান সমারোহআসুন ওড়িয়া ভাষা ও সংস্কৃতিকে বিশ্বের মঞ্চে নিয়ে গিয়ে জাতির জন্য কাজ করি

নিজস্ব প্রতিনিধি – সমাজের মানুষ…
Read more
বাংলা

SPLURGE 2025 Lights Up Pailan with Electrifying Performance by Nikhita Gandhi

Staff Reporter – The grounds of Pailan World School came alive as the Pailan Group of…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *