নিজস্ব প্রতিনিধি –
প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন। মহিলা পরীক্ষার্থী ৩৭, ৬৬৮। পুরুষ পরীক্ষার্থী ৩৬,২৫২। পাশের হার কমেছে। গত বছর ছিল ৮৬.৬০ শতাংশ। এই বছর কমে হয়েছে ৮৬.১৫ শতাংশ।
মাধ্যমিকে প্রথম হয়েছেন দেবদত্তা মাঝি। যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় হয়েছেন ৬ জন। প্রথম দশে কোন কোন পড়ুয়া রয়েছে কোন স্কুল থেকে, তাদের প্রাপ্ত নম্বর-সহ একটি তালিকা প্রকাশ করা হল।
প্রথম স্থান:
দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুল, পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর ৬৯৭।
দ্বিতীয় স্থান:
১) শুভম পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯১।
২) রিফাত হাসান সরকার, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৯১।
তৃতীয় স্থান:
১) অর্ক মণ্ডল, টাকি রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর ৬৯০
২) সৌম্যদীপ মল্লিক। বেড়াচাঁপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়। উত্তর ২৪ পরগনা। প্রাপ্ত নম্বর ৬৯০।
৩) মহম্মদ সরবর ইমতিয়াজ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।
৪) মাহির হোসেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।
৫) স্বরাজ পাল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।
৬) অর্ঘদীপ সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯০।