পূর্ব ভারতে নিউবার্গ ডায়াগনস্টিক নিজেদের উপস্থিতির পরিসর বৃদ্ধি করল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ভারতের প্রথম সারির চারটি প্যাথোলজি ল্যাবরেটরি চেনের অন্যতম নিউবার্গ
ডায়াগনস্টিকস্‌ ঘোষণা করল যে, পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তারা তাদের সুসংহত ডায়াগনস্টিক
সেন্টারগুলির সংখ্যা বৃদ্ধি করার জন্য পশ্চিমবঙ্গের কলকাতার পালস্‌ ডায়াগনস্টিকস্‌-এর সঙ্গে একটি যৌথ
উদ্যোগে সামিল হয়েছে। এর সেন্টারগুলিতে একসঙ্গে অতি উন্নতমানের প্যাথোলজি ও অতি উন্নত রেডিওলজি
মোডালিটির সুবিধা থাকবে। উল্লেখ্য, ভারত, দক্ষিণ-আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও মার্কিন যুক্তরাষ্ট্রে
নিউবার্গ ডায়াগনস্টিকসের ইতিমধ্যে ১৫০টিরও বেশি ল্যাব ও ২০০০-এর বেশি কালেকশন সেন্টার আছে।
যৌথ ভাবে নতুন যে-কোম্পানি তৈরি হল তার নাম নিউবার্গ পালস্‌ ডায়াগনস্টিকস্‌। আনুষ্ঠানিক ভাবে এই
যৌথ উদ্যোগ সম্পন্ন হয়েছে নিউবার্গ ডায়াগনস্টিকসে্‌র চেয়ারম্যান ডঃ জি.এস.কে ভেলু, পালস্‌
ডায়াগনস্টিকসে্‌র সি.ই.ও ও ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী সুনয়না বিহানি এবং নিউবার্গ ডায়াগনস্টিকসে্‌র ভাইস
চেয়ারম্যান শ্রী এ গণেশনের উপস্থিতিতে।
এই যৌথ উদ্যোগে একসঙ্গে মিলিত করা হবে গোটা পূর্ব ভারতে অবস্থিত নিউবার্গের দশটি ল্যাবকে
এবং তার সঙ্গে কলকাতায় পালস্‌ ডায়াগনস্টিকস্‌-এর সুসংহত ডায়াগনস্টিক সেন্টারগুলিকেও একত্রিত করা
হবে। এর ফলে চলতি অর্থ বর্ষে সমগ্র পূর্ব ভারত জুড়ে প্রায় ২০টি সুসংহত ডায়াগনস্টিক সেন্টার, ২০টি ল্যাব,
ও ২০০-র বেশি কালেকশন সেন্টার হয়ে যাবে। এই যৌথ উদ্যোগের সি.ই.ও ও ম্যানেজিং ডিরেক্টর হবেন
শ্রীমতি সুনয়না বিহানি। দক্ষতার সঙ্গে পরিচালনা ও সহায়তার জন্য থাকবে নিউবার্গের পরিচালন দল।
নিউবার্গ ডায়াগস্টিক্স-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডঃ জি.এস.কে ভেলু জানালেন,
“কলকাতায় ডায়াগনস্টিক্সের জগতে পালস্‌ ডায়াগনস্টিকস্‌ হল একটি অত্যন্ত পরিচিত নাম। ভারতের পূর্ব ও
উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষের উদ্দেশে একসঙ্গে প্যাথোলজি ও রেডিওলজির সুবিধা থাকা আমাদের সুসংহত
ও অত্যাধুনিক মানের ডায়াগনস্টিকস্‌ পরিষেবা বাড়িয়ে দেওয়ার জন্য পালস্‌-এর সঙ্গে জোট বাঁধতে পেরে
আমরা খুবই আনন্দিত।”
পালস্‌ ডায়াগনস্টিকসে্‌র সি.ই.ও ও ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী সুনয়না বিহানি বললেন, “এই যৌথ
উদ্যোগের ফলে কলকাতায় আমাদের মূল ল্যাবটিকে আরও উন্নত করে তোলার মাধ্যমে প্যাথোলজিতে আমরা
নিজেদের পরিসরকে আরও বাড়িয়ে নিতে পারব এবং এই ভাবে আমরা পূর্ব ভারতে একটি দৃষ্টান্তমূলক ল্যাব হয়ে
উঠব এবং সেই সঙ্গে এর সাহয্যে আগামী দু’বছরে আমরা পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রায় ২০টিরও বেশি
সুসংহত ডায়াগনস্টিকস্‌ সেন্টার চালু করতে পারব।” নিউবার্গ ডায়াগনস্টিক্সের ভাইস চেয়ারম্যান শ্রী এ গণেশন
বললেন, “আমাদের লক্ষ্য হল পূর্ব ভারতের এক বৃহত্তর অংশের মানুষের কাছে সহজে ও সাশ্রয়ী ভাবে CT /
MRI / কনট্র্যাস্ট ইমেজিং / জেনোমিক্স / নবজাতকের স্ক্রিনিং / ইমিউনোহিস্টো কেমিস্ট্রি ইত্যাদির মতো উচ্চ
মানের পরীক্ষা-নিরীক্ষা সহ উন্নত সুসংহত প্যাথোলজি / রেডিওলজি ডায়াগনস্টিকসে্‌র সমাধান পৌঁছে
দেওয়া।”

শরৎ বোস রোডে পালস্‌ ডায়াগনস্টিকসে্‌র মূল ল্যাবটিতে শীঘ্রই হিস্টোপ্যাথোলজি সহ
ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, জেনোমিক্স, মেটাবলোমিক্স, নবজাতকের স্ক্রিনিং ইত্যাদির মতো ল্যাব মেডিসিনের
সাবস্পেশ্যালিটি সহ ডেটা অ্যানালিটিক্স / কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডায়াগনস্টিক্স ও টোটাল ল্যাব অটোমেশন
সলিউশন্সের মতো উন্নত উদ্যোগগুলির কাজ শুরু করে ল্যাবটিকে পূর্ব ভারতের একটি আঞ্চলিক রেফারেন্স
ল্যাব করে তোলা হবে। এই যৌথ উদ্যোগে শীঘ্রই একটি PET স্ক্যানার ইনস্টল করে নিউক্লিয়ার মেডিসিন
বিভাগেও কাজ শুরু করা হবে। এর সাহায্যে এই যৌথ উদ্যোগটি এই অঞ্চলের রুগিদের সম্যক ভাবে
ডায়াগনস্টিকস্‌ পরিষেবা দিতে পারবে।
নিউবার্গ ডায়াগনস্টিকস্‌ ও পালস্‌ ডায়াগনস্টিকসে্‌র মধ্যে হওয়া এই পার্টনারশিপের ফলে গোটা পূর্ব
ভারতে উচ্চ মানের সুসংহত ডায়গনস্টিক পরিষেবাগুলিকে সহজে ও সাশ্রয়ী ভাবে পৌঁছে দেওয়ার দিকটিকে
উন্নত করা যাবে বলে আশা করা হচ্ছে। এই একত্রীকরণের ফলে নিউবার্গ গোষ্ঠী এখন পূর্ব ভারতে বৃহত্তম
ডায়াগনস্টিক পরিষেবা প্রদানকারী সংস্থা হয়ে উঠল, যাদের এই অর্থ বর্ষে বার্ষিক আয় গিয়ে পৌঁছবে
১০০কোটিরও উপরে এবং আগামী তিন বছরে এই আয়ের পরিমাণকে তিন গুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের।
রেডিওলজিতে পালস্‌ ডায়াগনস্টিকসে্‌র দক্ষতা ও জ্ঞান অনেক উন্নত এবং নিউবার্গ ডায়াগনস্টিক্সের কাছে
আছে প্যাথোলজিতে দক্ষতা ও জ্ঞান এবং সেই সঙ্গে সারা বিশ্বে তাদের উপস্থিতিও রয়েছে। এই দুই সংস্থার
শক্তিকে এক করে নতুন যে-যৌথ উদ্যোগ গড়ে উঠেছে, তা এমন এক অনন্য অবস্থানে থাকবে যে তারা গোটা
পূর্ব ভারতে সর্বোত্তম শ্রেণির প্যাথোলজি ও রেডিওলজির পরিষেবা দিতে পারবে।
নিউবার্গ ডায়াগনস্টিক্স সম্পর্কে কিছু কথা:
নিউবার্গ ডায়াগনস্টিকসে্‌র সদর দফতর হল চেন্নাইতে। ডায়াগনস্টিক পরিষেবা প্রদানকারী ভারতের শীর্ষ
প্রতিষ্ঠানগুলির মধ্যে এটি অন্যতম। ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রে
তাদের উপস্থিতি রয়েছে। নিউবার্গের ল্যাবরেটরিগুলি CAP এবং NABL-এর স্বীকৃতিপ্রাপ্ত। ভারতে যে সব
ডায়াগনস্টিক সেন্টার দ্রুত গতিতে উন্নতি করছে এবং যারা সর্বাধিক বিশ্বস্ত, তাদের মধ্যে অন্যতম হল নিউবার্গ।
এই গোষ্ঠী সবার কাছে অত্যাধুনিক মানের ডায়াগনস্টিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এবং
তাদের কাছে আছে অত্যন্ত দক্ষ কয়েকজন প্যাথোলজিস্ট, বায়োকেমিস্ট, জেনেটিসিস্ট, ও অন্যান্য বেশ
কয়েকজন স্বীকৃতিপ্রাপ্ত ক্লিনিক্যাল ল্যাব প্রফেশনাল। তাঁরা ৬০০০-এর বেশি প্রকারের প্যাথোলজি পরীক্ষা
করতে পারেন। ব্যক্তি অনুযায়ী চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে নিউবার্গ ডায়াগনস্টিক্স নবতর প্রজন্মের ডায়াগনিস্টিক
কৌশলকে কাজে লাগাচ্ছে। তাদের উদ্দেশ্য হল সমাজের সব শ্রেণির মানুষকে সাশ্রয়ী ও নিখুঁত ভাবে রোগ
নির্ণয় সংক্রান্ত পরিষেবা দেওয়া।

More From Author

Senco Gold & Diamonds Ropes in leading actress Ishaa Saha as its regional brand Ambassador

West Bengal firmly establishes itself as the second highest contributing market to Direct Selling revenue in India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *