Thursday, 12 December 2024
Trending

বাংলা

গৌরব শ্রী ২৪ সম্মানে সম্মানিত প্রখ্যাত চিকিৎসক দম্পতি প্রদীপ এবং মধুস্মিতা

নিজস্ব প্রতিনিধি –

ডাঃ প্রদীপ কুমার শেঠি একজন সফল গ্যাস্ট্রোলজি ডাক্তার। স্ত্রী ডাঃ মধুস্মিতা বেহেরা, একজন সফল প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ। এই বিখ্যাত চিকিৎসা দম্পতি শুধু রোগীদের সেবা করেন না। প্রদীপ কুমার শেঠি তার প্রয়াত পিতা ডঃ ভীমসেন শেঠির নামে ভীমসেন ফাউন্ডেশন গঠন করার পর গত ১০ বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন। শিশু, মহিলা, যুবকদের জন্য বিভিন্ন দাতব্য কার্যক্রম, চিকিৎসা শিবির, মাদক সচেতনতা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ওড়িয়া স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক সামগ্রী ইত্যাদি। ফাউন্ডেশনের চলমান সামাজিক কাজের জন্য

চিকিৎসা দম্পতির সেবাকে ৫ তারিখে দিলিতে রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার দূতাবাস এবং মৈত্রী প্লেস ফাউন্ডেশন থেকে পৃথকপৃথক গৌরবশ্রী সম্মান ২৪ প্রাপ্তির মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। এই সম্মান দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদোশ আঠাওয়ালা এবং মিয়ানমারের রাষ্ট্রদূত কায়ো ইয়াং। নিজের টাকা দিয়েও অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছেন এই চিকিৎসক দম্পতি। ওড়িশার পুরী জেলার দামপুরের বাসিন্দা ডাঃ শেঠি এখন কলকাতায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেছেন। ডঃ শেঠি তার নিবেদিত সেবার জন্য বুদ্ধ শান্তি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।