Saturday, 27 July 2024
Trending

বিনোদন

আর্ট আ্যটেলিয়রে উদ্যোগে হয়ে গেল এক সাংবাদিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি –

আজ থেকে ঠিক তিন বছর আগে পথ চলা শুরু হয়েছিল নিউটাউন এর আর্ট Atelier প্রতিষ্ঠানের। মাত্র পাঁচজন ছাত্রছাত্রী থেকে শুরু করে আজ এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের সংখ্যা সাড়ে চারশোরও বেশি । ২০২১ এর নভেম্বর থেকে Art Atelier এর সাথে যুক্ত হয়েছেন স্বনামধন্য নৃত্যশিল্পী এবং bollywood কোরিওগ্রাফার শ্রী দেবেশ মিরচন্দানি৷ বলিউড এবং সোশ্যাল মিডিয়া থেকে তার খ্যাতি এখন সারা বিশ্বে । গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের সেমি classical নৃত্যশৈলীর প্রশিক্ষণ দিচ্ছেন Art Atelier এ। বর্তমানে ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত একটি exclusive Dance workshop চলছে আর্ট Atelier এ এবং ৯ এপ্রিল একটি সেমি classical dance recital হবে সল্টলেক এর EZCC auditorium এ।

আর্ট আ্যটেলিয়রে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আর্ট Atelier er কর্ণধার শ্রী সন্দীপ সরকার এবং শ্রীমতী মল্লিকা সরকার, GLS এর প্রতিনিধি মাইন্ডস্ট্রলজার শ্রী পীযূষ রঞ্জন ঘোষ, স্বাগতা চক্রবর্তী। তারা সবিস্তারে জানান এই ওয়ার্কশপ এবং Semi Classical Dance Recital- GLS Parampara এর কর্মসূচি। ৯ এপ্রিল বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত কলকাতার শীর্ষস্থানিয় নৃত্য, সঙ্গীত, ফিটনেস সেন্টার আর্ট অ্যাটেলিয়ার দ্বারা আয়োজিত হচ্ছে জিএলএস পরম্পরা – অর্ধশাস্ত্রীয় নৃত্যের এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যার। সেখানে অংশগ্রহণ করবেন ৮ দিন ব্যাপী ওয়ার্কশপ এ অংশগ্রহণকারীরা, নিয়মিত ক্লাসের ছাত্রছাত্রীরা এবং তাঁদের নৃত্যগুরুরা। সম্পূর্ণ বিষয়টির দায়িত্বে রয়েছেন Art Atelier এর ফাউন্ডার শ্রী Sandip Sarkar & Creative Director শ্রীমতী Mallika Sarkar এবং তাঁদের টীম।

দেবেশ Mirchandani শুধুমাত্র একজন প্রশিক্ষিত কথক ড্যান্সারই নন, তিনি পণ্ডিত বিরজু মহারাজ এর একজন কৃতী ছাত্র, bollywood এর একজন খ্যাতনামা কোরিওগ্রাফার এবং দেশে বিদেশে ছড়িয়ে থাকা হাজার হাজার নৃত্যশিল্পীর শিক্ষাগুরু। সম্প্রতি তাঁর বহু নাচ এর ভিডিওই কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছে। বিশ্ববাসী তাকে ঘুমর বয় হিসেবেই আপন করে নিয়েছে।

Art Atelier এর আরও একটি সাম্প্রতিক উদ্যোগ ছিল Kolkata Got Dancer নামক Talent hunt. এই Talent শো এর বিজয়ীরা পেয়ে গেছেন শ্রী দেবেশ mirchandanir ওয়ার্কশপ এ অংশগ্রহণ এর সুযোগ অত্যন্ত কম খরচে।
এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণের জন্য যোগাযোগ করতে হবে নিউটাউন এর আকাঙ্খা মোড়ে, আ্যস্ট্রা টাওয়ার এর Art Atelier এ।

 

Related posts
বিনোদন

কলকাতা প্রেসক্লাবে মুক্তি পেল আসন্ন বাংলা ছায়াছবি "নীরব মৃত্যুদণ্ড" এর পোস্টার

নিজস্ব প্রতিনিধি – এই এক অদ্ভুত…
Read more
বিনোদন

মুক্তি আসন্ন বাংলা ছায়াছবির হেমন্তের অপরাহ্ন- র সঙ্গীত প্রকাশিত হল

নিজস্ব প্রতিনিধি – একাধিক জাতীয়…
Read more
বিনোদন

নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পেল ডাঃ সুমিতা সাহার প্রথম পরিচালিত ছবি "মাতৃরূপেণ"

নিজস্ব প্রতিনিধি – নারী শক্তিকে…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *