Wednesday, 6 December 2023
Trending

শিক্ষা

আচার্য তুলসী একাডেমী অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা তৃতীয় ওপেন আন্তঃ জেলা তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনুষ্ঠানে নজির সৃষ্টি করল চারটি পদক জয়ের মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি –

আচার্য তুলসি একাডেমী অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র- ভিভান কুমার, সূর্য্য ভুয়ানিন, সুনিধি চক্রবর্তী, এবং সমৃদ্ধি ব্যানার্জী একত্রে চারটি পদক জয়ের নজির সৃষ্টি করল Ta202la দ্বারা আয়োজিত এবং স্পোর্টস অ্যালি ও কলকানিজস্ব প্রতিনিধি তার তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন দ্বারা অনুষ্ঠিত তৃতীয় ওপেন আন্তঃ-জেলা তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে।

৩৮ – ৪০ কেজি ওজন বিভাগের ভিভান কুমার, ৪০ – ৪৪ কেজি ওজন বিভাগে সূর্যাংশ ভূয়ানিন এবং ৩২ কেজির বেশি ওজন বিভাগে স্বর্ণপদক জয়ী হয়েছে সুনিধি চক্রবর্তী । ৬৫ কেজির বেশি ওজন বিভাগের তরফ থেকে ব্রোঞ্জ জয়ী হয়েছেন সমৃদ্ধি ব্যানার্জি ।

অন্যতম বিজয়ী সুনিধী চক্রবর্তীর উচ্ছ্বসিত বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে বিজয়ীর আনন্দপূর্ণ অভিব্যক্তি – ” আমরা প্রত্যেকেই এই জয় নিয়ে অত্যন্ত আনন্দিত এবং উত্তেজিত । আমি জানি আমার এই জয় যাত্রারম্ভের সূচনা মাত্র এবঅ আমি আশা করি এই জয়ের মাধ্যেই যেন আমরা একদিন আমাদের স্কুল, রাজ্য এবং দেশের জন্যে আরো প্রভূত খ্যাতি অর্জনে ব্রতী হব এবং তার জন্য কঠোর পরিশ্রম করতেও পিছপা হব না। পড়াশোনা থেকে বিরতি মানেই আমাদের কাছে মার্শ৩ল আর্টের অনুশীলন । এ এক এমন প্রশিক্ষণ, যে প্রশিক্ষণ আমাদেরকে অন্তঃকরণকে যোগায় স্বতঃস্ফূর্ততা, সজীবতা, হৃদয়কে পরিণত করে অফুরন্ত শক্তির আধারে।”

আরো এক স্বর্ণপদক জয়ী ডিভান কুমার বলছেন – ” মার্শাল আর্ট.আমার জীবনের এক অন্যতম উৎসাহের উৎসস্বরূপ । আমার জীবনে যে মার্শাল আর্টের এহেন গুরুত্ব বজায় রয়েছে আমার মতে তার অন্যতম কারণ হল আমার স্কুল, কারণ আমার স্কুল আমাকে লেখাপড়ার পাশাপাশি সমান তালে তায়কোন্দার অনুশীলন বজায় রাখতা সাহায্য করেছ। যখনই আমার কোন সাহায্যের প্রয়োজন হয়েছে আমি সবসময় আমি আমার পাশে আমার শিক্ষকদের তরফ থেকে সমস্ত সহযোগিতা পেয়েছি। আমার যাত্রা সবে আরম্ভ হয়েছে ; ভবিষ্যতে এই যাত্রায় আমি আরো প্রভূত সাফল্য অর্দনের চেষ্টায় ব্রতী হব নিশ্চয়ই।

 

Related posts
শিক্ষা

সুলভ মূল্যে আকর্ষণীয় মানের উচ্চশিক্ষা লাভের জন্য পাঞ্জাবের 'দেশ ভগৎ বিশ্ববিদ্যালয়'-এ গিয়ে বাঙালী ছাত্রছাত্রীদের পঠনপাঠন করার আহ্বান জানালেন বিশ্ববিদ্যালয়ের কুলপতি ডাঃ জোরা সিং

নিজস্ব প্রতিনিধি – কোলকাতার এক…
Read more
শিক্ষা

সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে ভয়েজ নামক বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষরিত হল ইনফিনিটির

নিজস্ব প্রতিনিধি – রাজ্যে স্বাস্থ্য…
Read more
শিক্ষা

নারায়না স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (NSAT 2023) -র ১৮ তম সংস্করণের সূচনা, দেশব্যাপী শিক্ষার্থীদের ক্ষমতায়ন সূচিত করে

নিজস্ব প্রতিনিধি – নারায়না IIT-JEE / NEET /…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *