Sunday, 10 November 2024
Trending

লাইফ স্টাইল

আই,ই,এম-এ জমজমাট টেক ফেস্ট

রিপোর্ট – শুভ ঘোষ

কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এর তরফে আয়োজিত হয়েছে প্রতিষ্ঠানের দশম বার্ষিক টেকনো-ম্যানেজমেন্ট ফেস্ট “ইনোভেশন ২০২৩”।এই অনুষ্ঠানের তালিকায় ২৫টির ও বেশি প্রতিযোগিতা ও প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এই টেক ফেস্ট চলল রবিবার পর্যন্ত।
বিগত বছরগুলিতে আয়োজিত হওয়া টেক ফেস্টে আইইএম-এর পড়ুয়ারা অংশ নিয়ে বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম সকলের সামনে পরিবেশন করেন। নতুনত্বে ভরা সেই আবিষ্কারের মধ্যে উল্লেখযোগ্য হল সাধ্যের মধ্যে থাকা ইভি বাইক, বিভিন্ন রোবোটিক অটোমেশন, এআই নির্ভর হিউম্যানয়েড যা সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম,বায়ুর গুণমান নিয়ন্ত্রক ও অন্যান্য।
এই বছরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা (আইপিএস), আইইএম-ইউইএম গ্রূপের প্রেসিডেন্ট,ডিরেক্টর প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী,কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ডেপুটি পুলিশ কমিশনার হরি কৃষ্ণ পাই (আইপিএস), ম্যাকাউট (MAKAUT) -এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সৈকত মৈত্র এবং ন্যাসকম-এর (NASSCOM) রিজিওনাল কাউন্সিল ও ইস্ট অ্যান্ড এসএমই কাউন্সিলের সদস্য সঞ্জয় চ্যাটার্জি।
তিন দিন ব্যাপী এই টেক ফেস্টে বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কোডিং, গেমিং, শিল্পোদ্যোগ, বিজ্ঞান মডেল প্রদর্শনী, রোবোটিক প্রতিযোগিতা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, স্টক মার্কেট গণনা প্রতিযোগিতা ইত্যাদি। ৩দিন ধরে চলা বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় ৪০০০ মানুষের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানের শেষ দিনে সফল প্রতিযোগী ও অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হবে মোট সাড়ে তিন লক্ষেরও বেশি মূল্যের পুরস্কার।
আই ই এম, রাজ্য তথা দেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান যারা তাদের গবেষণা, সৃষ্টি এবং শিল্পোদ্যোগ-এর জন্য সুপরিচিত।এই বিশ্ববিদ্যালয় বরাবরই পড়ুয়াদের সৃজনশীলতা, সহযোগিতা ও জীবনব্যাপী শিক্ষার জন্য সুপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Related posts
লাইফ স্টাইল

IHCL INTRODUCES FESTIVE GIFT HAMPERS FOR DIWALI 2024

Staff Reporter – TAJ BENGAL, KOLKATADIWALI FESTIVE HAMPERS- A variety of exquisite gift…
Read more
লাইফ স্টাইল

Taneira brings Celestial Wonders to Life with an all new ‘Tarini Collection'

Staff Reporter – This festive season, Taneira unveils the Tarini Collection, a mesmerizing…
Read more
লাইফ স্টাইল

আলোকচিত্রী অনুপম হালদার-এর দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী 'মা আসছে'-র অন্তিম মুহূর্তে প্রদর্শনী স্থল ঘুরে গেলেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন

নিজস্ব প্রতিনিধি – “অল্পবয়সী মেয়ে…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *