নিজস্ব প্রতিনিধি –
ছোট হাতে বড় আঁকা এমনই এক দৃশ্য দেখা গেল বেহালার কবিগুরু সরণি যুব সম্মিলনী ক্লাবে তাদের উদ্যোগে আজ ৫ই ফেব্রুয়ারি ক্লাব প্রাঙ্গনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুধু প্রতিযোগিতাই নয়, এর পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক বিশেষ এক অনুষ্ঠানেরও আয়োজন করা
হয়। প্লাস্টিকজাত দ্রব্য বর্জন করে, পরিবেশ বান্ধব পাট দিয়ে তৈরি ব্যাগের প্রচলন বিষয়ক আলোচনা হয়। ক্যাপ্টেন সি,এস অধিকারী, বিভাস মাইতি, কে, সি, তিওয়ারি, সোনালী দে সহ অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে ক্লাবের সদস্য স্বপন মন্ডল ,দীপঙ্কর ভৌমিক, বাপন দাস, বাচ্চু মন্ডল-দের এই প্রয়াসের প্রাঙ্গণে সবার নজর কাড়ে নন্দলাল বসু, বিকাশ ভট্টাচার্য-এর মত বিশিষ্ট চিত্রশিল্পীদের ছবি।