সরস্বতী সম্মান প্রদান

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু মানুষের নিরন্তর পাশে থাকছেন তবে লক্ষ্মীর সাথে সাথে সরস্বতীর প্রয়োজন আমাদের কন্ঠে মননে মস্তিষ্কে। সেই জন্যই এক ভোটের মরশুমে সরস্বতী ভাণ্ডারের পথচলা শুরু এবং এই ভাণ্ডারের কান্ডারী ঝর্ণা ভট্টাচার্য্য এর মতে– “দিন দিন ভাষা সন্ত্রাস বাড়ছে তার থেকে বাড়ছে মনের রক্তক্ষরণ, উশৃঙ্খলতা, অবজ্ঞা আর আমরা চাইনা এই যুগ ভাষা সন্ত্রাসের যুগ হয়ে ইতিহাসে থেকে যাক তাই রাজনীতি থেকে প্রশাসন সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, সচেতন হতে হবে সংবাদ মাধ্যমকেও”। আর এই সরস্বতী ভাণ্ডার অনেক বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড করেছে ভাষার জন্য সুস্থ সমাজের জন্য এবং গত ৩রা আগস্ট রবিবার সরস্বতী ভাণ্ডার সরস্বতী সম্মান দিল প্রেস ক্লাবে সমাজের কিছু কৃতি মানুষকে, যাঁরা শিল্প সংস্কৃতির মাধ্যমে বিদ্যার মাধ্যমে আমাদের ভাষার চারাগাছে জল প্রদান করছেন তাঁকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন লায়ন্স ক্লাব ম্যাগনেট এবং রোটারি কসবার মত নামকরা সংস্থাও।

More From Author

Suraksha Clinic and Diagnostics Observes World Hepatitis Day with Awareness Event on Fatty Liver; Launches “Liver Insight” to Promote Early Detection of NAFLD

Himalaya Wellness Reinvents India’s No.1 Face Wash with New 5-Parts of Neem Formula

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *