মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে এ.কে.এম উচ্চ বিদ্যালয়ে স্কুলের পড়ুয়াদের মধ্যে সচেতনতা মূলক প্রচার

Spread the love

পারিজাত মোল্লা –

প্রতি ৩ মিনিট অন্তর দেশে ১ জন মানুষ প্রাণ হারান। কোন যুদ্ধে নয়! তারা প্রাণ হারান পথ দুর্ঘটনায়।বেশিরভাগ পথ দুর্ঘটনার অন্তরালে থাকে সচেতনতার অভাব। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ স্থানীয় এ.কে.এম উচ্চ বিদ্যালয়ে পথ নিরাপত্তা পালন করলো। এই জনহিতকর কাজে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, স্থানীয় থানার আইসি মধুসূদন ঘোষ, কৈচর পুলিশ ফাঁড়ির আইসি মৃদূল ঘোষ প্রমুখ । এদিন স্কুলের সীমানা প্রাচীরের মধ্যে বেশ কয়েক টি ফলের চারাগাছ লাগানো হয়।

এরপর পথ নিরাপত্তা নিয়ে স্কুলের পড়ুয়াদের সচেতনতা মূলক তথ্যচিত্র দেখানো হয়। বক্তব্য রাখেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, স্থানীয় থানার আইসি মধুসূদন ঘোষ মহাশয়। স্কুলের প্রধান শিক্ষক মণি শঙ্কর ভট্টাচার্য পথ নিরাপত্তা পালনে পুলিশ অফিসারদের ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট স্কুলের পাশ দিয়ে গেছে ৭ নং রাজ্য সড়ক। শুধু তাই নয় নুতনহাট – দুর্গাপুর, নুতনহাট – কাটোয়া,নুতনহাট – বোলপুর অসংখ্য যানবাহন যাতায়াত করে থাকে এই সড়কপথে। ব্যস্ততম সড়কে কিভাবে রাস্তা পার হতে হবে? তার বিস্তারিত বিবরণ এদিন উঠে আসে পুলিশ অফিসারদের বক্তব্যে।

More From Author

মঙ্গলকোট কৃষি দপ্তরের দেশী ধান বাঁচিয়ে রাখার উদ্যোগ

Motilal Oswal AMC Launches New Campaign “The Growth Managers”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *